দীপাবলি( Diwali 2021) উৎসবে মেতেছে সবাই। Instagram উৎসব উপলক্ষে এনেছে নতুন তিনটি স্টিকার। যেগুলি ইউজারেরা তাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে আনন্দ নিতে পারবেন। যখন ইউজারেরা নিজেদের স্টোরিতে কোনো দিওয়ালি স্পেশ্যাল স্টিকার শেয়ার করবেন তখন ফলোয়ারেরাও তা দেখতে পারবেন।
এই ইনস্টাগ্রামের দিওয়ালি উপলক্ষ্যে তৈরি গ্লোবাল ক্যাম্পেইন #ShareYourLight পার্টের অংশ। এই স্টিকারগুলি তৈরি করা হয়েছে ব্যাঙ্গালোরের ইলাস্ট্রেটারের সাথে কোলাবোরেশনে।
এই স্টিকার ফিচার আজ থেকে ভিজেবেল হবে সমস্ত ইউজারদের জন্য। মাল্টি-অথার স্টোরি হিসেবে স্টিকারগুলি লাইভ হবে 2 নভেম্বর থেকে।
Instagram ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন ইমপোর্ট কনট্যাক্ট ফিচার। যার সাহায্যে মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে করা যাবে ক্রস-অ্যাপ গ্রুপ চ্যাট। ফেসবুক মেসেঞ্জারের নতুন আপডেট হিসেবে ফেসবুক এনেছে এই ফিচার। এছাড়া ইনস্টাগ্রামের DM গ্রুপ সেকশনে নিয়ে আসা হয়েছে টাইপিং ইন্ডিকেটার ফিচার। যার সাহায্যে অন্যরা টাইপ করছেন কিনা তা দেখতে পারবেন ইউজার