এবার HOTSTAR ব্যাবহার করতে হলে আরও বেশি মূল্য দিতে হবে

HIGHLIGHTS

এবার HOTSTAR য়ের মান্থলি সাবস্ক্রিপশান আরও দামি হল

এখনও পর্যন্ত HOTSTAR য়ের মান্থলি সাবস্ক্রিপশান ছিল 199 টাকা

আর এবার এর জন্য মান্থলি 299টাকা দিতে হবে

এর বাৎসরিক সাবস্ক্রিবশান 999 টাকার

এবার HOTSTAR ব্যাবহার করতে হলে আরও বেশি মূল্য দিতে হবে

ভারতে ভিডিও অন ডিমান্ড পরিষেবার মধ্যে যুদ্ধ লেগেছে, আর আপনাদের বলে রাখি যে এই প্রতিযোগিতা এখন একটি বড় পর্যায়ে চলে গেছে। আর এই মাসের প্রথমে Netflix মোবাইল অনলি অপশানের কথা জানিয়েছে। আর আপনাদের এও জানিয়ে রাখি যে Sony Live তাদের সাবস্ক্রিপশান কমিয়ে 99 টাকা করেছে আর এর মধ্যে Hotstar য়ের বিষয়েও একটি খবর জানা গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

জানা গেছে যে কোম্পাউ রাদ্র মান্থলি সাবস্ক্রিপশান প্ল্যান 199 টাকা থেকে বাড়িয়ে এবার 299 টাকা করে দিয়েছে। আর এই প্যাক আপনারা যদি একবাড়ে এক বছরের করতে চান তবে তা 999 টাকায় পাবেন।

আর এই মূল্য বৃদ্ধি গেম অফ থ্রোনসের প্রথম এপিসোড লঞ্চ করার পড়ে করা হায়েছে। আর এবার দেখতে হবে যে গতবছর Hotstar তাদের সাবস্ক্রিপশান কমিয়েছিল আর তা 199 টাকা করা হয়েছিল। আর এই অ্যাপের বাৎসরিক সাবস্ক্রিপশান প্ল্যান অবশ্য 999 টাকা। বাৎসরিক প্ল্যানের ক্ষেত্রে মূল্য বৃদ্ধি হয়নি।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo