WHTSAPP নিয়ে এল CRICKET STICKERS PACK, এভাবে ডাউনলোড করুন

HIGHLIGHTS

অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এই স্টিকার অ্যাপ এল

iOS প্ল্যাটফর্মের জন্য এটি আসবে

IPL 2019 য়ের সময়ে এই অ্যাপ লঞ্চ করা হয়েছে

WHTSAPP নিয়ে এল CRICKET STICKERS PACK, এভাবে ডাউনলোড করুন

আপনি কি আপনার হোয়াটসঅ্যাপের স্টিকার চেক করেছেন, যদি না করে থাকেন তবে এখনই করুন সম্প্রতি হোয়াটসঅ্যাপে Cricket Stickers Pack  লঞ্চ করা হয়েছে। আর এই প্যাকে এই সময়ে চলা IPL 2019 দেখে এসেছে। কোম্পানি এখন শুধু অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এটি দিয়েছে তবে এটি মানে ক্রিকেট স্টিকার খুব তাড়াতাড়ি iOS প্ল্যাটফর্মে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের বলে রাখি যে হোয়াটসঅ্যাপ গত বছর অক্টোবড় মাসে স্টীকার প্যাক ফিচার তাদের অ্যান্ড্রয়েড আর iOS প্ল্যাটফর্মে লঞ্চ করেছিল। আর এর মাধ্যমে ইউজাররা তাদের চ্যাট আরও মজার করতে পারবে। আর এই হোয়াটসঅ্যাপে আলাদা আলাদা উৎসবের কথা মাথায় রেখে স্টিকার আসে। আর সম্প্রতি কোম্পানি  International Women Day তে আর Valentines Day তে এই স্টিকার প্যাক লঞ্চ করেছিল।

আর এবার তেমনটাই ক্রিকেটের জন্য এই ইন্সট্যান্ট মেসেঞ্জিং অ্যাপ স্টিকার নিয়ে এসেছে। এই সময়ে ভারতে T20 ক্রিকেট চলছে আর এর পরে 2019 সালের জুন মাসে শুরু হবে ICCC ক্রিকেট বিশ্বকাপ। আর এই সময়ে কোম্পানি ক্রিকেট স্টিকার নিয়ে এসেছে। আর স্টিকার প্যাক শুধু অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এসেছে। আর কোম্পানি ক্রিকেট স্টিকার অ্যাপ তাড়াতাড়ি iOS প্ল্যাটফর্মের জন্য আনবে।

এভাবে ক্রিকেট স্টিকার অ্যাপ ডাউনলোড করুন

  • হোয়াটসঅ্যাপে যান আর অ্যাপ ওপেন করুন
  • কোন চ্যাট খুলুন
  • টাইপিং স্পেসের সাইডে দেওয়া ইমোজি অপশানে ক্লিক করুন
  • আর এখানে তিনটি অপশান আছে (Emoji, Gifs, Stickers) এখানে স্টিকার অপশানে যান
  • আর এবার এখানে গিয়ে ‘+’ সাইনে ক্লিক করুন
  • এবার ক্রিকেট স্টিকার প্যাক খুঁজে তা ডাউনলোড করুন

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo