ফেসবুকে আসল নতুন ফিচার ‘Avatars’, কীভাবে তৈরি করবেন নিজস্ব অ্যানিমেটেড স্টিকর, জেনে নিন পদ্ধতি

ফেসবুকে আসল নতুন ফিচার ‘Avatars’, কীভাবে তৈরি করবেন নিজস্ব অ্যানিমেটেড স্টিকর, জেনে নিন পদ্ধতি
HIGHLIGHTS

Facebook Avatar এখন ভারতীয় ইউজাররাও ব্য়বহার করতে পারবে

Avatar Feature-এর মাধ্য়মে আপনি নিজের অ্যানিমেটেড অবতার বা চরিত্র তৈরি করতে পারবেন

Facebook-এর তরফ থেকে জানিয়েছে যে লকডাউনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্য়বহার বেড়েছে

Facebook ‘Avatars’ এর বিষয়ে শুনেছেন? ফেসবুকে এখন ওইটাই ট্রেন্ডিং। তবে বিস্তারিত ভাবে বলি, ফেসবুক তাদের ভারতীয় ইয়ুজার্সদের জন্য় নতুন একটি ফিচার লঞ্চ করেছে। এই ফিচারটির নাম 'Avatars'। এই ফিচারটির মাধ্য়মে আপনি নিজের অ্যানিমেটেড অবতার বা চরিত্র তৈরি করতে পারবেন। এর পাশাপাশি ব্য়বহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য় কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। মনে করিয়ে দি যে ফেসবুকের এই ফিচার ভারতে আসার আগে এটি বহু দেশে প্রকাশিত হয়েছে।

অবতারের জন্য় রয়েছে অনেকগুলি বিকল্প

Facebook-এর তরফ থেকে জানিয়েছে যে লকডাউনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ব্য়বহার বেড়েছে। এই কারনেই আমরা নতুন অবতার বৈশিষ্ট্য চালু করেছি, যা ব্য়বহারকারীদের নিজস্ব অ্য়ানিমেটেড অবতার তৈরি করতে দেয়। ফেসবুক ইউজার্সরা এই ফিচারে পাবেন নানারকমের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুন দারুন ড্রেসের বিকল্প। এছাড়া কোম্পানি জানিয়েছে যে এই ফিচারটি মাধ্য়মে ব্য়বহারকারীরা ফেস স্টিকারগুলি তৈরি করতে এবং তাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।

ফেসবুকে অনেকেই তাদের ছবি কার্টুনে বদলে ফেলেছে। এর সাথে নয়া অবতার হয়ে উঠেছে।

কীভাবে অবতার রুপ নেবেন? তবে আসুন জেনে নেওয়া যাক….

১- সবার প্রথমে আপনার স্মার্টফোনে Facebook App খুলুন। এবার কোনও কমেন্ট বক্সে গিয়ে ইমোজি বাটনে ক্লিক করুন।

২- এবার এখানে আপনি Creat Your Avatars বিকল্প পাবেন।

৩- এবার অবতারে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। এখানে অবতার অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো কার্টুন ফেস বেছে নিতে পারবেন। তার চোখ, নাক, ঠোঁট, চুল, ভ্রু, গোঁফ- সবই নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিন।

৪- আপনি নিজের পছন্দের পোশাকও বেছে নিতে পারেন। পছন্দ হলে টিমও পরে নিতে পারেন।

৫- আর কি, আপনার নয়া অবতার রেডি। এবার চাইলে আপনি এই অবতার-টি প্রোফাইল ফোটো হিসেবেও লাগাতে পারেন। আপার এটি ইমোজি হিসেবেও ব্য়বহার করতে পারেন।

Digit.in
Logo
Digit.in
Logo