নিজের মোবাইল সিমের বিষয়ে এই কথা গুলি জানেন কি

নিজের মোবাইল সিমের বিষয়ে এই কথা গুলি জানেন কি
HIGHLIGHTS

সিম থেকে ফোন নাম্বার জানতে পারবেন

নিজের সিমের বিষয়ে এই তথ্য গুলি আপনার কাজে আসবে

অনেক সময়ে এরকম হয় যে আমাদের ফোন নাম্বার আমরা ভুলে জাই বা আমাদের ফোন নাম্বার মন কারনে মনে রহাকবে না আর তখন নিজের ফোন নাম্বার জানার একাধিক উপায় অবল্মন করেন। আর আপনারা আপনাদের সিম কার্ড নিয়ে আপনাদের নাম্বার না জানলে তা এই ভাবে জানতে পারবেন।

USSD কোডের মাধ্যমে এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া বা রিলায়েন্সের নাম্বার এভাবে জানুন

আজ আমরা আপনাদের কি করে সিম থেকে মোবাইল নাম্বার দেখা যায় তা জানাবো। আর এই আর্টিকেলে আপনারা এয়ারটেল, জিও, ভোডাফোন, আইডিয়া আর রিলায়েন্সের নেটওয়ার্কের নাম্বার জানতে পারবেন। আর নিজের ফোনের থেকে নিজের USSD কোডের মাধ্যমে আপনারা নিজের সিমের নাম্বার জানতে পারবেন। আর আপনারা USSD কোড ডায়াল করে নিজের নাম্বার জানতে পারবেন।

কি করে সিম থেকে মোবাইল নাম্বার জানবেন

  • আসুন দেখা যাক কি করে আলাদা আলাদা USSD কোডের মাধ্যমে নিজের ফোন নাম্বার জানতে পারবেন।
  • এয়ারটেলের মোবাইল নাম্বার জানার জন্য  USSD code *121*1# ,*121*9# বা *282# ডায়াল করুন
  • ভোডাফোনের নাম্বার জানার জন্য ডায়াল করুন USSD Code *111*2#
  • আইডিয়ার মোবাইল নাম্বার জানার জন্য  USSD Code *131*1# ডায়াল করুন
  • রিলায়েন্স মোবাইল নাম্বার ডালায় করুন USSD Code *1#
  • BSNL য়ের নাম্বার জানার জন্য ডায়াল করুন USSD Code *222#  বা *888# , *1 বা *785#  বা *555#
  • রিলায়েন্স জিওর নাম্বারের জন্য ডায়াল করুন USSD Code *8888#
  • আবার MTNL য়ের জন্য ডায়াল করুন USSD Code *121 বা ফোন করুন 1288 নাম্বারে

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo