নিজের ফোন এভাবে জলের ক্ষতির হাত থেকে বাঁচান

নিজের ফোন এভাবে জলের ক্ষতির হাত থেকে বাঁচান
HIGHLIGHTS

এই টিপস গুলি মানুন আর নিজের ফোনকে ওয়াটার ড্যামেজের হাত থেকে বাঁচান

যদি কখনো কোন ভাবে আপনার ফোন জলে পরে যায় তখন দুশ্চিন্তার শেষ থাকেনা। তবে আপনাদের আমরা যে কথা গুলি বলব তা যদি আপনারা অনুসরন করেন তবে আপনারা ফোন জলে ড্যামেজ বা নষ্ট হওয়ার হাত থেক বাঁচাতে পারবেন। তাহলে আসুন দেখা যাক যে কি ভাবে তা করতে হবে বা কি করবেননা তা দেখে নেওয়া যাক।

ফোন জলে পড়ে গেলে এই কাজ গুলি ভুলেও করবেন না

  • ফোন অন করবেন না।
  • ফোনের কোন সুইচ ট্যাপ করবেন না।
  • ফোন তাড়াতাড়ি নারাবেননা।
  • ফুঁ দিয়ে জল সরাবেন না, কারন তা হলে ঐ ডিভাইসের ভেতরে জল চলে যাবে আর ডিভাইসটি খারাপ হতে পারে।
  • ডিভাইসে কোন রকম ভাবে গরম করবেন না, ব্লোয়ার বা ড্র্যায়ার ব্যাবহার করবেন না।

এখানে আপনাদের ফোন জলে পরলে কি করা অনুচিত তা বলা হয়েছে আর এবার আমরা আপনাদের বলব যে ফোন জলে পরলে কি করা উচিৎ।

ফোন জলে পরলে এই কাজ গুলি করুন

  • সবার আগে ফোন অফ না হলে তা টার্ন অফ করে দিন আর উপরের দিকে সোজা করে রাখুন।
  • সিম কার্ড আর মাইক্রো এসডি কার্ড স্লট থেকে বার করুন।
  • যদি ফোনের ব্যাটারি রিমুভেবেল হয় তবে ব্যাটারি ফোন থেকে খুলে ফেলুন।
  • কোন সুকনো কাপড় বা পেপার টাওয়াল নিয়ে ফোন শুকান আর খেয়াল রাখবেন যে, কাপড় ধীরে ধীড়ে ড্যাব করে জল অ্যাবসর্ভ করার চেস্টা করুন।
  • যদি মনে হয় যে ডিভাইসে বেশি জল গেছে তবে ভ্যাকুওম ব্যাবহার করে জল বার করুন। আর খেয়াল রাখবেন যে এই কাজটি সাবধানতা অবলম্বন করে করতে হবে।
  • ফোনটিকে চাল ভরা একটি জিপলক ব্যাগে রাখুন। চাল লিকুইড অ্যাবসর্ভ করে আর বাস্তবে স্মার্টফোন বা ট্যাবলেট ড্রাই করার একটি ভাল উপায়।
  • এর পরে ফোনটি কে একবা দুদিনের জন্য চাল ভর্তি জিপলকে শোকানোর জন্য রেখেদিন।
  • আর এর পরে দু’তিনদিন পরে ফোনকে চালের ব্যাগ থেকে পার করতে পারেন, আর আপনার ফোন যদি অন হয়ে যায় আর আগের মতনই কাজ করে তাই ডিভাইসটির ওপর কিছুদিন খেয়াল রাখুন।
  • আর যদি আপনার ফোন অন না হয় তবে ফোনের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। আর সেক্ষেত্রে এটি রিপ্লেস করুন বা রিপেয়ার করুন।

এই উপায় গুলি অবলম্বন করে আপনি আপনার ফোন জলে পরে গেলে হওয়া ক্ষতির হাত থেকে বাঁচাতে পারেন।  

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo