HIGHLIGHTS
এই আর্টিকেলে আমরা আপনাদের কয়েকটি স্টেপের কথা বলব যা ফলো করে আপনারা IRCTC তে নতুন অ্যাকাউন্ট বানাতে পারবেন
ভারতীয় রেলের অনলাইন প্রসেস হল IRCTC। আর এর মাধ্যমে অনলাইনে টিকিট বুকিং করা যায়। আপনারা যদি বাড়িতে বসে নিজেদের ট্রেনের টিকিট বুক করতে চান তবে আপনাদের সবার আগে IRCTC তে নিজেদের অ্যাকাউন্ট বানাতে হবে। আর এই আর্টিকেলে আমরা আপনাদের এমন কিছু স্টেপের কথা বলব যার মাধ্যমে আপনারা IRCTC তে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
Survey