অ্যালার্ট জারি স্টেট ব্যাঙ্কের! আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সাইবার ক্রিমিনালদের নজর

অ্যালার্ট জারি স্টেট ব্যাঙ্কের! আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সাইবার ক্রিমিনালদের নজর
HIGHLIGHTS

State Bank of India (SBI) তাদের গ্রাহকদের সেফটির জন্যে Phishing Fraud Alert জারি করেছে

Phishing এর মাধ্যমে হ্যাকাররা SBI গ্রাহকদের ইমেল, টেক্সট মেসেজ হ্যাক করতে সফল হচ্ছে

সন্দেহজনক লিঙ্ক আসলে বিষয়টি রিপোর্ট করুন report.phishing@sbi.co.in এই ইমেল আইডিতে

 

ভারতের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক State Bank of India (SBI) তাদের গ্রাহকদের সেফটির জন্যে Phishing Fraud Alert জারি করেছে। সাইবার ক্রিমিনালদের অপরাধ ক্রমশ বেড়েই চলেছে এবং তাদের অপরাধ থেকে গ্রাহকদের বাঁচাতেই SBI একটি গাইডলাইন রিলিজ করেছে। Phishing এর মাধ্যমে হ্যাকাররা SBI গ্রাহকদের ইমেল, টেক্সট মেসেজ হ্যাক করতে সফল হচ্ছে। এর ফলে গ্রাহকদের জমানো সব টাকা নিমেষে শেষ হয়ে যাচ্ছে। জানা গেছে, এর জন্য সাইবার ক্রিমিনালরা একটি ফেক WhatsApp অ্যাপ ব্যবহার করছে।

SBI এর তরফে জানানো হয়েছে যে, কোনো রকম সন্দেহজনক মেসেজ বা  WhatsApp মেসেজ বা ইমেলের লিঙ্কে ক্লিক করবেন না। যদি কোনো ভাবে আপনার অ্যাকাউন্ট সাইবার ক্রাইমের শিকার হয়, অথবা সন্দেহজনক লিঙ্ক আসে তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি রিপোর্ট করুন report.phishing@sbi.co.in এই ইমেল আইডিতে।

সাইবার ক্রিমিনালদের ফিশিং অ্যাটাকের পদ্ধতি

  • গ্রাহকদের পার্সোনাল ডেটা এবং ব্যাঙ্ক ডিটেইলস জানার জন্য অপরাধীরা Social Engineering and Technology পদ্ধতি ব্যাবহার করে ফিশিং অ্যাটাক করে। 
  • গ্রাহকদের ফেক ই-মেল পাঠায় হ্যাকাররা, যেখানে একটি হাইপারলিঙ্ক অ্যাটাচ করা থাকে। লিঙ্কটিতে ক্লিক করার নির্দেশ দেওয়া থাকে ইমেলটিতে।
  • লিঙ্কটি ক্লিক করলেই গ্রাহকদের ডিভাইসের স্ক্রিনে একটি ফেক ওয়েবসাইট খুলে যাবে।
  • এই ওয়েবসাইটে গ্রাহকদের পার্সোনাল ডিটেইলস, যেমন- আইডি, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপডেট করতে বলা হয়।
  • কোনো গ্রাহক এসকল ডিটেইলস লিখে যদি সাবমিট করেন, তাহলে সাবমিটে ক্লিক করলেই সাইটটি error দেখিয়ে দেয়। 

এই প্রসেসেই ফিসিং অ্যাটাক করে অপরাধীরা। গ্রাহকরা কিছু না বুঝেই সমস্ত ডিটেইলস অপরাধীদের দিয়ে দেয়। এবং তাদের কষ্টের জমানো টাকা নিমেষে ফাঁকা হয়ে যায় অ্যাকাউন্ট দিয়ে।

ফিশিং অ্যাটাক থেকে বাঁচার উপায়

  1. ফিশিং থেকে বাঁচতে হলে ভুলেও অজানা, সন্দেহজনক ইমেল খুলেও দেখবেন না।
  2. ইমেল বা মেসেজে আসা অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।
  3. যদি ভুল করে ওয়েবসাইট খুলেও যায়, সেখানে নিজের ইনফরমেশন লিখে সাবমিট করবেন না।
  4. মেসেজ, WhatsApp কিংবা ইমেলে যদি পাসওয়ার্ড চাওয়া হয়, দেবেন না।
  5. যেকোনো ওয়েবসাইট লগ ইন করার জন্য অ্যাড্রেস বারে URL টাইপ করে কাজ করুন।
  6. ইউজার আইডি ভুলেও কাউকে দেবেন না। আর লগ ইন করার সময়ও দেখে নেবেন যে সাইট/ অ্যাপটি অথরাইজ কি না।
  7. সব সময় চেক করবেন লগ ইন পেজের URL। URL যদি Http:// দিয়ে শুরু হয় তাহলে সাইটটি সেফ।
  8. মোবাইল হোক বা কম্পিউটার, সব সময় প্রোটেকশন বা অ্যান্টিভাইরাসগুলি আপডেটেড রাখবেন।
  9. প্রয়োজন হোক বা না হোক রোজ নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট, ক্রেডিট ও ডেবিট কার্ড স্টেটমেন্ট চেক করবেন।
  10. নিজের আইডির পাসওয়ার্ডটি স্ট্রং রাখবেন।
  11. কিছু দিন বাদে বাদে অথরাইজ সাইট দিয়ে নিজের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন।

আপনি সাবধান থাকলে আপনার অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে। তাই সর্বদা সজাগ থাকুন এবং ভুয়ো লিঙ্ক বা মেসেজ এড়িয়ে চলুন।

Digit.in
Logo
Digit.in
Logo