ভারতীয় নাগরিকের ক্ষেত্রে প্যান কার্ড (PAN Card) হল অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে সরকারি এবং বেসরকারী চাকরি, সবক্ষেত্রেই প্যানকার্ডের দরকার পড়ে। মূলত Permanent Account Number বা PAN হল একটি দশ ডিজিটের নাম্বার যা কোনো ব্যাক্তির বিভিন্ন ফাইন্যান্সিয়াল কাজকর্মের সরকারি রেকর্ড রাখতে ব্যবহৃত হয়। তাই প্যান কার্ডে থাকা ফটোগ্রাফ, সিগনেচার এবং অন্যান্য ইনফরমেশন নির্ভুল হওয়া অত্যন্ত জরুরি। কোনো লোন বা ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্যান কার্ডের ফটোগ্রাফ এবং সিগনেচার যথার্থ হওয়া দরকার।
Survey
✅ Thank you for completing the survey!
তবে আপনার যদি কোনো কারণে মনে হয়ে থাকে যে প্যানকার্ডে আপনার যে ফটোগ্রাফ বা সিগনেচার রয়েছে তাতে কোনো ভুল আছে, তাহলে আপনি মিনিটের মধ্যেই এই বিষয়গুলিকে ঠিক করে নিতে পারেন।