আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল আধার কার্ড (Aadhaar card)। কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হোক বা সরকারি বা বেসরকারি যে কোন কাজকর্ম, আধার এখন বাধ্যতামূলক। হয়তো আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, আর তখনি আধার কার্ডের হার্ড কপির দরকার পড়ল। কিন্তু আপনি আপনার আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন। আপনি যে অনলাইনে নিজের আধার কার্ড ডাউনলোড করবেন, এমন উপায়ও নেই।
Survey
✅ Thank you for completing the survey!
কারণ আধার কার্ড (Aadhaar card) আপনি যখন তৈরি করেছিলেন তখন ফোন নাম্বার লিঙ্ক করতে পারেননি। পরে লিঙ্ক করার কথা ভেবে থাকলেও হয়ে ওঠেনি। এমন সমস্যার সম্মুখীন যদি আপনি হন, তবে জেনে রাখুন আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকলেও আপনি অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, কীভাবে জেনে নিন।