মোবাইল নম্বর ছাড়াই Aadhaar Card ডাউনলোড করবেন কীভাবে, জানুন

মোবাইল নম্বর ছাড়াই Aadhaar Card ডাউনলোড করবেন কীভাবে, জানুন
HIGHLIGHTS

আধার কার্ড যে কোনো ভারতীয় নাগরিকের গুরুত্বপূর্ণ পরিচয়পত্র

এখন মোবাইলে নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকলেও আপনি অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন

UIDAI অফিসিয়াল সাইটে গিয়ে কয়েকটি সহজ স্টেপের মাধ্যমে আপনি মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন নিজের আধার কার্ড

আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হল আধার কার্ড (Aadhaar card)। কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হোক বা সরকারি বা বেসরকারি যে কোন কাজকর্ম, আধার এখন বাধ্যতামূলক। হয়তো আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, আর তখনি আধার কার্ডের হার্ড কপির দরকার পড়ল। কিন্তু আপনি আপনার আধার কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন। আপনি যে অনলাইনে নিজের আধার কার্ড ডাউনলোড করবেন, এমন উপায়ও নেই।

কারণ আধার কার্ড (Aadhaar card) আপনি যখন তৈরি করেছিলেন তখন ফোন নাম্বার লিঙ্ক করতে পারেননি। পরে লিঙ্ক করার কথা ভেবে থাকলেও হয়ে ওঠেনি। এমন সমস্যার সম্মুখীন যদি আপনি হন, তবে জেনে রাখুন আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকলেও আপনি অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, কীভাবে জেনে নিন।

মোবাইল নম্বর ছাড়াই আধার কার্ড ডাউনলোড করবেন কীভাবে

অনলাইনে আধার কার্ড ডাউনলোড করতে হলে আপনাকে কয়েকটি সহজ  বিষয় অনুসরণ করতে হবে-

  • প্রথমে UIDAI অফিসিয়াল সাইটে গিয়ে “My Aadhaar” সেকশনে ক্লিক করুন।
  • এরপর “Order Aadhaar PVC Card” অপশনে ক্লিক করুন।
  • সেখানে 12 ডিজিটের আধার নাম্বার এন্টার করুন।
  • এই অংশে আপনি চাইলে 16 ডিজিটের ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নাম্বার বা VID ইনপুট করতে পারেন।
  • তারপর ক্যাপচা কোড ইনপুট করুন।
  • সেখান থেকে “My mobile number is not registered” অপশন বেছে নিন।
  • এখানে আপনাকে কোনো অল্টানেটিভ অ্যাক্টিভ মোবাইল নাম্বার ইনপুট করতে হবে।
  • এরপর “ Send OTP” অপশনে ক্লিক করুন।
  • আপনার ইনপুট করা মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে তা এন্টার করুন।
  • “Terms & Conditions” অপশনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করুন।
  • যার ফলে আপনার আধার লেটারের প্রি-ভিউ স্ক্রিনে শো করবে।
  • এরপর পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করলেই আপনি নিজের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo