2022 সালের বিধানসভা নির্বাচনের আগে, কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি বিল The Election Laws (Amendment) Bill, 2021 পাস করেছে। এর আওতায়, ভোটারকে তার আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ড লিঙ্ক করতে হবে। আগে যেকোনও ব্য়ক্তি গ্রামে বা শহরে থেকে দুটি জায়গা থেকেই তার ভোটার আইডি কার্ড পেতে পারতেন। এমতাবস্থায় একটি নির্বাচনে তিনি দুইবার ভোট দিতে পারতেন। তবে, এখন ভোটার আইডি আধার কার্ডের সঙ্গে যুক্ত হওয়ার পরে, তিনি এটি করতে পারবেন না।
Survey
✅ Thank you for completing the survey!
এখানে আমরা ভোটার আইডি কার্ডকে আধারের সাথে লিঙ্ক কীভাবে করবেন সেই সম্পর্কে বলবো। এই প্রক্রিয়াটি বেশ সহজ। আসুন জেনে নেওয়া যাক…