চ্যাট বক্স ওপেন না করেই নতুন হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবে

চ্যাট বক্স ওপেন না করেই নতুন হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন কীভাবে
HIGHLIGHTS

হোয়াটসঅ্যাপ ওয়েবে চ্যাট বক্স ওপেন না করে, মেসেজ পড়তে চান

হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে ফেলার আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, যা হয়তো আমাদের অনেকেরই অজানা

হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন কোনো মেসেজ এলে চ্যাটের ওপর কারসার প্লেস করতে হবে

সাধারণত স্মার্টফোনের নোটিফিকেশনের মাধ্যমেই আমরা চ্যাটবক্স না খুলেই কোনো নতুন হোয়াটসঅ্যাপ (WhatsApp) মেসেজ পড়ে নিতে পারি। তবে চ্যাট বক্স না খুলে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে ফেলার আরও কয়েকটি পদ্ধতি রয়েছে, যা হয়তো আমাদের অনেকেরই অজানা। আপনিও যদি এই বিশেষ ট্রিক এখনও না জেনে না থেকে থাকেন। তাহলে এখনই জেনে ফেলুন কিভাবে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স ওপেন না করেই, নতুন হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন-

হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স ওপেন না করেই, নতুন হোয়াটসঅ্যাপ মেসেজ পড়বেন

  • প্রথমে নিজের স্মার্টফোনের স্ক্রিনকে অনেকক্ষণ চেপে ধরে রাখুন বা লং-প্রেস করুন।
  • এর ফলে স্ক্রিনে মেনু ভেসে উঠবে।
  • সেখানের Widgets অপশনটিতে ট্যাপ করুন।
  • এই অপশনে ট্যাপ করার ফলে আপনি অনেক শটকার্ট অপশন দেখতে পাবেন।
  • এই অপশনগুলির মধ্যে থেকে হোয়াটসঅ্যাপের শটকার্ট অপশন খুঁজে বের করুন।
  • হোয়াটসঅ্যাপের শটকার্ট অপশনে আপনি বিভিন্ন ধরনের Whatsapp Widgets অপশন দেখতে পাবেন।
  • সেখানে “4×1 Whatsapp”  উইজেড অপশনে ট্যাপ করুন।
  • এরপর ঐ উইজেডটিকে টাচ ও হোল্ড করুন এবং  হোম স্ক্রিনের দিকে টেনে নামিয়ে আনুন।
  • উইজেডটিকে স্ক্রিনে অ্যাড করার পর লংপ্রেস করে এক্সপ্যান্ড করুন।

এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপের চ্যাটবক্স ওপেন না করেই সমস্ত মেসেজ পড়ে নিতে পারেন। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে, এর মধ্যে কোনো মেসেজে ট্যাপ করলে হোয়াটসঅ্যাপে সেই মেসেজ ওপেন হয়ে যাবে এবং সেন্ডার বুঝতে পারবে যে আপনি মেসেজটি পড়েছেন।

যারা হোয়াটসঅ্যাপ ওয়েবে চ্যাটবক্স ওপেন না করে, মেসেজ পড়তে চান,তারা কি করবেন-

আমাদের মধ্যে অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপ ওয়েবে চ্যাট বক্স ওপেন না করে, মেসেজ পড়তে চান। সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ ওয়েবে নতুন কোনো মেসেজ এলে চ্যাটের ওপর কারসার প্লেস করতে হবে। তাহলে আপনি বা ইউজারেরা ফ্লোটিং মেসেজ স্ক্রিনে দেখতে পাবেন। তবে এক্ষেত্রে আপনি কেবল নতুন আসা মেসেজগুলিই পড়তে পারবেন, পুরনোগুলো নয়।

এইভাবেই আপনি হোয়াটসঅ্যাপের চ্যাট বক্স ওপেন না করেই নতুন মেসেজ পড়তে পারবেন।

Digit.in
Logo
Digit.in
Logo