WhatsApp Tricks: বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ, জানুন

WhatsApp Tricks: বাংলা সহ অন্যান্য আঞ্চলিক ভাষায় কীভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ, জানুন
HIGHLIGHTS

ভারত এমন একটি দেশ যেখানে প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি অঞ্চলের ভাষা ভিন্ন ভিন্ন

WhatsApp অটোমেটিক আপনার মোবাইলের ডিফল্ট ভাষাটি এডপ্ট করে নেয়

শুধুমাত্র WhatsApp এর ভাষাও বদল করা যায়

ভারত, Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp -এর অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্মগুলির একটি। এবং ভারত এমন একটি দেশ যেখানে প্রত্যেকটি রাজ্য, প্রত্যেকটি অঞ্চলের ভাষা ভিন্ন ভিন্ন। সকল ইউজারদের সুবিধার জন্যে অ্যাপটি বর্তমানে অসংখ্য আঞ্চলিক (regional) ভাষার অপশন দেয়। যেমন- হিন্দি, বাংলা, তামিল, গুজরাটি, কন্নড় ইত্যাদি। আপনার WhatsApp এর ভাষা যদি আপনার মাতৃভাষা করতে চান তাহলে দেখে নিন সহজ পদ্ধতিগুলি-

WhatsApp এর ভাষা চেঞ্জ করার দুটি উপায় রয়েছে। প্রথমটি হল, আপনার স্মার্টফোনের সম্পূর্ণ ভাষা বদল করে। দ্বিতীয়টি হল, শুধুমাত্র WhatsApp এর ভাষা বদল করে। এবার দেখে নিন কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে-

Method 1- স্মার্টফোনের সম্পূর্ণ ভাষা বদল

WhatsApp অটোমেটিক আপনার মোবাইলের ডিফল্ট ভাষাটি এডপ্ট করে নেয়। সুতরাং, আপনি যদি আপনার স্মার্টফোনের ভাষা হিন্দি, বাংলা, তামিল বা অন্য কোনো ভাষা রাখেন তাহলে  WhatsApp এর ভাষাও সেই ভাষায় পালটে যাবে।

On Android

  1. Settings ওপেন করে System এ ক্লিক করুন। 
  2. Language & input এ ক্লিক করুন
  3. এরপর Languages এ ক্লিক করে বেছে নিন আপনার প্রিয় ভাষাটি।

On iPhone

  1. প্রথমে iPhone settings এ যান
  2. এরপর general এ ক্লিক করুন
  3. এবার Language  & region এ ক্লিক করুন। 
  4. এবার আপনি iPhone Language এ আপনার মনমতো ভাষাটি সেট করে নিন।

On KaiOS

  1. ফোনের Settings এ ঢুকুন
  2. স্ক্রোল করে Personalisation চুজ করুন
  3. নিচে স্ক্রোল করে Choose Language এ গিয়ে ভাষা বেছে নিন।

Method 2- শুধুমাত্র WhatsApp এর ভাষা পরিবর্তন

যদি আপনি আপনার স্মার্টফোনের সম্পুর্ণ ভাষা না পাল্টে শুধুমাত্র WhatsApp এর ভাষা পরিবর্তন করতে চান তাহলে এই সহজ step গুলি ফলো করুন-

  1. WhatsApp এর Settings এ ক্লিক করুন
  2. Chats অপশনটি তে ট্যাপ করুন
  3. এরপর App Language এ যান
  4. Select the Language থেকে আপনার আঞ্চলিক ভাষাটি বেছে নিন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo