হোয়াটসঅ্যাপে কোনও গুরুত্বপূর্ণ মেসেজ সুরক্ষিত রাখবেন কীভাবে?

হোয়াটসঅ্যাপে কোনও গুরুত্বপূর্ণ মেসেজ সুরক্ষিত রাখবেন কীভাবে?
HIGHLIGHTS

Whatsapp এর স্টার ফিচারটি (starred feature) আপনাকে allow করে কোন নির্দিষ্ট মেসেজ কে বুকমার্ক করতে

Whatsapp Starred messages ফিচার, যার দ্বারা আপনি কোন গুরুত্বপূর্ণ মেসেজ কে বুকমার্ক করতে পারবেন

আপনার জন্য রইল স্টেপ টু স্টেপ গাইড কিভাবে আপনি কোন মেসেজ কে বুকমার্ক করবেন

Whatsapp হল আজকের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইটগুলির মধ্যে একটি যা বিলিয়ন মানুষ ব্যবহার করে থাকেন মেসেজ, ফটো, ভিডিও আদান প্রদানের জন্য। অনেকসময়ই দেখা যায় একাধিক মেসেজের  জন্য কোনও গুরুত্বপূর্ণ মেসেজ বা ফোন নম্বর খুঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে মজার বিষয় হল Whatsapp তার ইউজার দের জন্য এনেছে Starred messages ফিচার, যার দ্বারা আপনি কোন গুরুত্বপূর্ণ মেসেজ কে বুকমার্ক করতে পারবেন।

Whatsapp এর স্টার ফিচারটি (starred feature) আপনাকে allow করে কোন নির্দিষ্ট মেসেজ কে বুকমার্ক করতে, জাতে আপনি খুব তাড়াতাড়ি সেই মেসেজে ফিরে যেতে পারেন। আপনার জন্য রইল স্টেপ টু স্টেপ গাইড কিভাবে আপনি কোন মেসেজ কে বুকমার্ক করবেন-

কীভাবে? জানুন-

যে কোন গুরুত্বপূর্ণ মেসেজ কে বুকমার্ক করতে প্রথমে মেসেজ টিকে লং প্রেস করতে হবে, এরপ্র  menu তে যে star অপশন টি আসবে তাতে ক্লিক করতে হবে। 
কিভাবে খুঁজে পাবেন আপনি starred message –

আপনাকে যেতে হবে মেনু তে, তারপর ক্লিক করতে হবে starred message এ। আপনি সমস্ত starred message পেয়ে যাবেন chronical order এ।

নীচে রইল স্টেপ টু স্টেপ গাইড starred message প্রক্রিয়ার-

  • ওপেন Whatsapp
  • ‘ Tap’  এবং ’hold’  মেসেজ
  • Tap’ Star’

কীভাবে ‘unStar’ করবেন-

  • ওপেন Whatsapp
  • Tap এবং hold ‘ starred’  মেসেজ
  • Tap’Un Star’

কীভাবে ‘starred message’ দেখবেন-

  • ওপেন Whatsapp
  • Tap ‘ More options’
  • Tap ‘ starred message’ 
  • প্রত্যেকটি ‘ starred message’  স্ক্রিনে ভেসে উঠবে।

Digit.in
Logo
Digit.in
Logo