4000mAh এর ব্যাটারি বা তার থেকে বেশি ক্ষমতা যুক্ত কিছু স্মার্টফোন যার দাম Rs. 10,000’র মধ্যে

4000mAh এর ব্যাটারি বা তার থেকে বেশি ক্ষমতা যুক্ত কিছু স্মার্টফোন যার দাম Rs. 10,000’র মধ্যে
HIGHLIGHTS

আমরা এখানে আপনাদের এমন কিছু স্মার্টফোনের কথা বলব যা শুধু Rs. 10,000 দামের মধ্যে 4000mAh বা তার থেকে বেশি ক্ষমতা যুক্ত

মোবাইল ফোন মানে শুধু ফোন নয় আর মোবাইল ফোন ছাড়া আমাদের এখনকার দুরন্ত জীবন আরও দুরন্ত করে বাঁচা সহজ নয়। আর তাইতী এখনকার ফোন ফোন নয় স্মার্টফোন। যা স্মার্টকরে আপনার জীবনকে। ফোনে ছবি তোলা থেকে শুরু করে ইমেল পাঠানো সবই এখন হয় ফোনের মাধ্যমে। আর অনেক সময় টাকা ফোন ব্যবহার করতে করতে ফোনের ব্যাটারি চলে যায়। এরকম প্রায়ই অনেকের সঙ্গে হয় যখন কোন দরকারি কাজের ঠিক আগ্র মুহূর্তেই হয়ত ব্যাটারি অ্যাবাউট টু ডাই বলে ফোন বন্ধ হয়ে যায়। আর তাই এখন সবাই শক্তিশালী ব্যাটারি যুক্ত ফোন খোঁজে। আর তাই আমরা আজ আপনাদের জন্য এমন কিছু ফোনের সন্ধান নিয়ে এলাম যার ব্যাটারি 4000mAh বা তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন আর দাম বেশি নয় মাত্র ১০ হাজারের মধ্যে। আর এর মধ্যে কিছু ফোন আপনি ইচ্ছে হলে সহজেই কিনতে পারবেন।
 
Xiaomi Redmi 4

Xiaomi Redmi 4, ফোনটিতে কোম্পানি 4100 mAh ব্যাটারি দিয়েছে। এছাড়া ফোনে আপনি ৩টি ভেরিয়েন্ট পাবেন। যার র‍্যাম আর স্টোরেজ অপশান পাওয়া যাবে। তবে ফোনটির ব্যাটারি 4100 mAh। আর এর রেয়ার ক্যামেরা 13MP আর ফ্রন্ট ক্যামেরা 5MP। 

Motorola Moto C Plus
 

Motorola Moto C Plus, কোম্পানি এই স্মার্ট ফোনটিতে 4000 mAh এর ব্যাটারি আছে। এছাড়া এই Motorola Moto C Plus ফোনের রেজিলিউশান 720 x 1280 পিক্সাল। এতে 1.3GHz কোয়াড কোর প্রসেসার দেওয়া হয়েছে। এর র‍্যাম 2GB আর স্টোরেজ 16GB। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে চলে আর এটি 8MP রেয়ার ক্যামেরা আর 2MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত। 

Lenovo K6 Power
 

Lenovo K6 Power, 4000mAh ব্যাটারি যুক্ত। এর র‍্যাম 3GB আর স্টোরেজ 3GB। এটি একটি 4G VoLTE স্মার্টফোন। এই ফোনে 1.4GHz অক্টা কোর প্রসেসার আছে। এই ফোনের রেয়ার ক্যামেরা 13MP’র আর ফ্রন্ট ক্যামেরা 8MP। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলো যুক্ত ফোন।

 

Infinix Note 4
 

Infinix Note 4, ভারতে নতুন ফোন। Infinix Note 4 ফোনে 4300 mAh ব্যাটারি আছে। এর রেয়ার ক্যামেরা 13MP আর ফ্রন্ট ক্যামেরা 8MP। এতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। ভারতে নতুন ফোন। Infinix Note 4 ফোনে 4300 mAh ব্যাটারি আছে। এর রেয়ার ক্যামেরা 13MP আর ফ্রন্ট ক্যামেরা 8MP। এতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত।

Coolpad Note 5
 

Coolpad Note 5, 4010 mAh ব্যাটারি যুক্ত। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলোতে কাজ করে। এতে 13MP রেয়ার 8MP ফ্রন্ট ক্যামেরা আছে। এটি 1.5GHz অক্টাকোর প্রসেসার আছে। 

InFocus Turbo 5 Plus
 

InFocus Turbo 5 Plus ফোনে কোম্পানি 4850 mAh এর ব্যাটারি দিয়েছে। এর সঙ্গে এতে 3GBর‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটি 13MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা আর 5MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা যুক্ত। এতে 1.5GHz অক্টা কোর প্রসেসারও আছে। এটি 5.5-ইঞ্চির ডিসপ্লে যুক্ত যা 720 x 1280 পিক্সালের রেজিলিউশান দেয়।
 
Kult Gladiator

Kult Gladiator ফোনটিতে 4000mAh এর ব্যাটারির শক্তি আছে। আর এর সঙ্গে এতে 3GB র‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে 13MP’র রেয়ার আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড নৌগাটে কাজ করে। এটি একটি 4G VoLTE স্মার্টফোন আর এতে কোম্পানি ডুয়াল সিমকার্ডের সাপোর্টও দিয়েছে। এতে 5.5-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজিলিউশান 720 x 1280 পিক্সাল। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo