OnePlus 13s vs OnePlus 13R: পুরনো ওয়ানপ্লাস ১৩আর থেকে কতটা আলাদা নতুন কম্প্যাক্ট ওয়ানপ্লাস ১৩এস, দেখে নিন দাম থেকে ফিচারের তুলনা

HIGHLIGHTS

OnePlus 13 Series এর তৃতীয় স্মার্টফোন OnePlus 13s ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে

ওয়ানপ্লাস ১৩আর ফোনের 16GB RAM ভ্যারিয়্যান্টের দামেই ওয়ানপ্লাস ১৩এস ফোনটি লঞ্চ করা হয়েছে

এক নজরে জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১৩এস এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনে কী পার্থক্য

OnePlus 13s vs OnePlus 13R: পুরনো ওয়ানপ্লাস ১৩আর থেকে কতটা আলাদা নতুন কম্প্যাক্ট ওয়ানপ্লাস ১৩এস, দেখে নিন দাম থেকে ফিচারের তুলনা

OnePlus 13 Series এর তৃতীয় স্মার্টফোন OnePlus 13s ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফোনের দাম ওয়ানপ্লাস ১৩ থেকে কম এবং ওয়ানপ্লাস ১৩আর থেকে বেশি রাখা হয়েছে। ওয়ানপ্লাস ১৩আর ফোনের 16GB RAM ভ্যারিয়্যান্টের দামেই ওয়ানপ্লাস ১৩এস ফোনটি লঞ্চ করা হয়েছে। তবে এই দামে ওয়ানপ্লাস ১৩এস ফোনের 12GB RAM ভ্যারিয়্যান্ট বিক্রি হবে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস ১৩এস এবং ওয়ানপ্লাস ১৩আর ফোনে কী পার্থক্য।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ওয়ানপ্লাস ১৩এস ফোনের ভারতে দাম কত

ওয়ানপ্লাস ১৩এস ফোনটি ভারতে 12GB RAM সহ লঞ্চ হয়েছে যা দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে কেনা যাবে। ওয়ানপ্লাস ১৩এস ফোনটি দুটি স্টোরেজে কেনা যাবে। ওয়ানপ্লাস ১৩এস ফোনের 256GB মডেলের দাম 54,999 টাকা রাখা হয়েছে। সাথে 512GB স্টোরেজ মডেলটি 59,999 টাকা দামে কেনা যাবে।

ওয়ানপ্লাস ১৩আর ফোনের দাম কত ভারতে

দামের কথা বললে, ওয়ানপ্লাস ১৩আর ভারতে দুটি ভ্যারিয়্যান্টে বিক্রি করা হয়। ওয়ানপ্লাস ১৩আর ফোনের 12GB RAM মডেলের দাম 42,999 টাকা এবং 16GB RAM মডেলের দাম 49,999 টাকা। তবে বর্তমানে ফোনের 16GB RAM+512GB স্টোরেজ মডেল 47,999 টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে কিনুন সেরা Smart TV, থাকবে বড় HD ডিসপ্লে এবং দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি

OnePlus 13s vs OnePlus 13R ফোনের স্পেসিফিকেশন কতটা আলাদা

oneplus 13s launch price India

ডিজাইন

দুটি ফোনের ডিজাইনের কথা বললে, ওয়ানপ্লাস ১৩এস ফোনে আল্ট্রা-থিন সাইড বেজল দেওয়া, যার থিকনেস মাত্র 1.34mm এবং 71.7mm চওড়া। ওয়ানপ্লাস ১৩এস ফোনের বাম ফ্রেমে কাস্টমাইজেবল Plus Key দেওয়া হয়েছে যা আলর্ট স্লাইডার সহ ফোনের একাধিক ফিচার এক্সেস করা যাবে। এবার ওয়ানপ্লাস ১৩আর ফোনে দেখলে এতে গ্লাস মেটেরিয়াল দেওয়া এবং এলিউমিনিয়াম এর ফ্রেম রয়েছে। রিয়ার ক্যামেরা রিং স্টাইলে আসে। ফোনের ডান দিকে পাওয়ার বোতাম এবং ভলিউম রকর দেওয়া।

ডিসপ্লে

ডিসপ্লের কথা বললে, ওয়ানপ্লাস ১৩এস ৫জি ফোনে 2640×1216 পিক্সেল রেজোলিউশন সহ 6.32-ইঞ্চির ফুল HD+ 1.5K এর স্ক্রিন পাওয়া যাবে। এটি LTPO AMOLED প্যানেলে তৈরি কম্প্যাক্ট ফ্ল্যাট ডিসপ্লে যা 120Hz ডায়নামিক রিফ্রেশ রেট, 1600 নিট ব্রাইটনেস এবং 460 পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে। ওয়ানপ্লাস ১৩আর ফোনে 2780×1264 পিক্সেল রেজোলিউশন সহ 6.78-ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া। এটি এলটিপিও 4.1 স্ক্রিন যা AMOLED প্যানেলে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ফ্লেক্সিবাল রিফ্রেশ রেট এবং 4500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

পারফরম্যান্সের জন্য ওয়ানপ্লাস ১৩এস ফোনটি কোয়ালকম Snapdragon 8 Elite অক্টা-কোর চিপসেটে কাজ করে। এটি গ্রাফিক্সের জন্য Adreno 830 GPU সহ পেয়ার করা। ওয়ানপ্লাস ১৩আর ৫জি স্মার্টফোন কোয়ালকম Snapdragon 8 Gen 3 অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এতে গ্রাফিক্সের জন্য Adreno 750 GPU পেয়ার করা। দুটি ওয়ানপ্লাস ১৩ ফোন Android 15 ভিত্তিক OxygenOS 15.0 এ কাজ করে।

ক্যামেরা

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস ১৩এস ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল Sony LYT700 মেইন সেন্সর দেওয়া যা OIS সাপোর্ট করে। সাথে 2x অপটিকাল জুম সহ 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ওয়ানপ্লাস ১৩এস ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

পাশাপাশি, ওয়ানপ্লাস ১৩আর স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনে থাকছে 50 মেগাপিক্সেল LYT700 OIS সেন্সর, সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল সেন্সর পেয়ার করা। এতে সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট লেন্স দেওয়া যা EIS ফিচার সাপোর্ট করে।

ব্যাটারি

পাওয়ার দিতে ওয়ানপ্লাস ১৩এস স্মার্টফোনে 5850mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি, ওয়ানপ্লাস ১৩আর ফোনে বড় ব্যাটারি 6000mAh পাওয়া যাবে। এই দুটি স্মার্টফোন 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: মাত্র 51 টাকায় Jio দিচ্ছে আনলিমিটেড 5G ডেটা, পুরো মাস মিলবে অফুরন্ত ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo