6,499 টাকার JioPhone Next-এর অপশনে রয়েছে 7 স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ফিচার

6,499 টাকার JioPhone Next-এর অপশনে রয়েছে 7 স্মার্টফোন, থাকবে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Jio Phone Next স্মার্টফোনের একই বাজেটেই পাওয়া যাচ্ছে বেশ কিছু হ্যান্ডসেট

একই দামে Samsung, Nokia, Realme, Xiaomi-র স্মার্টফোন রয়েছে বাজারে

JioPhone Next আপনি পেয়ে যাবেন মাত্র 6,499 টাকায়

রিলায়েন্স জিও (Reliance Jio) ব্র্যান্ডের Jio Phone Next স্মার্টফোন লঞ্চ করেছে। এই হ্যান্ডসেটের বিক্রিও দীপাবলির সময় থেকে শুরু হয়ে গিয়েছে টেক মার্কেটে। মনে করা হচ্ছে এই ডিভাইস সবচাইতে সস্তা 4G ফোনগুলির মধ্যে অন্যতম। দাম রয়েছে মাত্র 6,499 টাকা। এই বাজেট ফ্রেন্ডলি 4G হ্যান্ডসেট আসছে 5.5 ইঞ্চির ডিসপ্লের সাথে। এই ডিভাইস চলবে কোয়ালকম Snapdragon 215 প্রসেসরে। স্পেশ্যাল ফিচার হিসেবে এই স্মার্টফোনে পাওয়া যাবে Read aloud ফিচার। এই হ্যান্ডসেট কাজ করবে রিলায়েন্স জিও এবং গুগলের পার্টনারশিপে তৈরি Pragati OS সিস্টেমে।

আপাতত এই স্মার্টফোনের ওপরে জিও দিচ্ছে অনেক ডিল। আপনি চাইলে মাত্র 1,999 টাকা ডাউন পেমেন্ট করে কিনতে পারবেন এই হ্যান্ডসেট। সেক্ষেত্রে বাকি টাকা শোধ করতে হবে মাসিক ইনস্টলমেন্টে।

তবে আপনি কি জানেন যে এই একই দামের মধ্যে টেক মার্কেটে রয়েছে আরও কয়েকটি স্মার্টফোন। যেগুলির স্পেসিফিকেশন নতুন জিও ফোনের মতনই। দাম শুরু হচ্ছে মাত্র 5,499 টাকা থেকে।একই দামে Samsung, Nokia, Realme, Xiaomi-র মতো কোম্পানিগুলি কী কী ফোন লঞ্চ করেছে জানেন? দেখে নিন।

আপনি যদি নতুন Jio Phone Next মডেলের বদলে অন্য কোনো একই বাজেটের মোবাইল কেনার কথা ভেবে থাকেন, তবে চোখ বুলিয়ে নিতে পারেন নীচের লিস্টে-

Samsung Galaxy M01 Core

Samsung Galaxy M01 Core হ্যান্ডসেট আসছে 5.3 ইঞ্চির ডিসপ্লের সাথে। এই ডিভাইস কাজ করবে মিডিয়াটেক 6739 প্রসেসরে। ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 3,000 mAh ব্যাটারি। এই স্মার্টফোন চলবে Android Go OS নির্ভর OneUI অপারেটিং সিস্টেমে। পাওয়া যাবে মাত্র 5,499 টাকাতে।

Lava Z1

Lava Z1 আসছে 5MP রিয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরার সাথে। ডিসপ্লে ফিচার হিসেবে রয়েছে 5 ইঞ্চির এলসিডি স্ক্রিন। কাজ করবে Android 10 অপারেটিং সিস্টেমে। স্টোরেজ হিসেবে রয়েছে 2GB RAM এবং 16GB ইন্টারনাল যা এক্সপ্যান্ড করা যাবে 256GB পর্যন্ত। এই ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 3,100 mAh ব্যাটারি। কেনা যাবে 5,499 টাকায়।

Nokia C01 Plus

এই স্মার্টফোন আসছে 5.45 ইঞ্চি ডিসপ্লের সাথে। এই হ্যান্ডসেট কাজ করবে UniSoC SC9863a চিপসেটে। এই মোবাইল আসছে বেসিক 3,000 mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে। কাজ করবে Android 11 সিস্টেমে।এই স্মার্টফোন কেনা যাবে 6,199 টাকায়।

Redmi 9A

Redmi 9A স্মার্টফোন আসছে 32GB ইন্টারনালের সাথে। এতে রয়েছে 6.53 ইঞ্চির হাই ডেফিনেশন প্লাস স্ক্রিনের ফিচার। রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে 13MP ক্যামেরা। এই ডিভাইসে রয়েছে 2GB RAM এবং ইন্টারনাল মেমোরিকে এক্সপ্যান্ড করা যাবে 512GB পর্যন্ত। এই হ্যান্ডসেট আসছে 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটির সাথে এবং কাজ করবে মিডিয়াটেক Helio G25 প্রসেসরে। এখন কেনা যাবে 6,999 টাকায়।

Infinix Smart 5A

Infinix Smart 5A আসছে 2GB RAM এবং 32GB ইন্টারনালের সাথে। এই ফোনে রয়েছে 6.52 ইঞ্চির হাই ডেফিনেশন প্লাস ডিসপ্লে। আসছে 8MP ডেপথ সেন্সর এবং 8MP ফ্রন্ট ক্যামেরার সাথে। ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি। এই ডিভাইস কাজ করবে মিডিয়াটেক Helio A20 প্রসেসরে। কেনা যাবে 7,699 টাকায়।

Realme C11

Realme C11 স্মার্টফোন আসছে 8MP প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 5MP সেলফি ক্যামেরার সাথে। এই হ্যান্ডসেট কাজ করবে Android 11 নির্ভর Realme 2.0 অপারেটিং সিস্টেমে। এই ডিভাইসে রয়েছে 5,000 mAh ব্যাটারি ক্যাপাসিটি। স্টোরেজ হিসেবে রয়েছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল। এই মোবাইলের ইউএসবি কেবিলের সাহায্যে অন্য হ্যান্ডসেটের চার্জ দেওয়া সম্ভব। এই ফোন এখন কেনা যাবে 7,647 টাকাতেই।

Micromax IN 2B

এই স্মার্টফোন আসছে 6GB RAM এবং 64GB ইন্টারনালের সাথে। কাজ করবে ইউনিসক চিপসেটে। এই ডিভাইস আসছে 13MP প্রাইমারি ক্যামেরার সাথে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2MP ক্যামেরা। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 5MP ক্যামেরা। এই স্মার্টফোন পাওয়া যাবে 8,999 টাকা বাজেটে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo