Smartphones Under Rs 20000: 20 হাজার টাকা কম দামে নতুন স্মার্টফোন খুঁজছেন? দেখে নিন Nothing, Realme, OnePlus সহ সেরা 5টি ডিভাইস

Updated on 09-Jun-2025
HIGHLIGHTS

আজকাল বাজারে 20,000 টাকারও কম দামে অনেক ভালো স্মার্টফোন পাওয়া যায়।

দ্রুত পারফরম্যান্সের পাশাপাশি, এই ফোনে ভালো ক্যামেরা এবং ব্যাটারিও পাওয়া যাবে

আমরা এই খবরে 20 হাজার টাকারও কম দামের সেরা স্মার্টফোনের তালিকাটি নিয়ে এসেছি

Smartphones Under Rs 20000: আজকাল বাজারে 20,000 টাকারও কম দামে অনেক ভালো স্মার্টফোন পাওয়া যায়। ভালো পারফরম্যান্সের পাশাপাশি, এই ফোনে ভালো ক্যামেরা এবং ব্যাটারিও পাওয়া যাবে। আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন, তবে আমরা এই খবরে 20 হাজার টাকারও কম দামের সেরা স্মার্টফোনের তালিকাটি নিয়ে এসেছি। এই তালিকায় রয়েছে Nothing Phone 2 Pro, Realme P3, Oppo K13 সহ একাধিক ফোন। আসুন দেখে নেওয়া যাক লিস্টে কোন কোন স্মার্টফোন রয়েছে।

CMF Phone 2 Pro

ভারতে এই ফোন 18,999 টাকার শুরুর দামে আসে। এতে ইউনিক ডিজাইন দেওয়া ফোনের পিছনে। এছাড়া বাকি ফিচার হিসেবে এই ফোন 6.77-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো প্রসেসর, 256 জিবি UFS 2.2 পর্যন্ত স্টোরেজ, 50MP + 50MP + 8MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর ব্যাটারি মতো ফিচার রয়েছে।

আরও পড়ুন: মাত্র 9999 টাকায় আজ কেনা যাবে 6000mAh ব্যাটারি সহ শক্তিশালী Realme C73 5G ফোন

OnePlus Nord CE 4 Lite

এই তালিকায় দ্বিতীয় ফোন হল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ লাইট। ভারতে এই ফোনের দাম 19,999 টাকা থেকে শুরু হয়। এই দাম ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলের। ফিচার হিসেবে এই ফোনে 6.67-ইঞ্চি Full HD+ AMOLED ডিসপ্লে, Snapdragon 695 প্রসেসর, 50MP+2MP রিয়ার ক্যামেরা সেটআপ, 16MP সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া।

Realme P3

রিয়েলমি পি৩ ফোনটি 16,999 টাকার শুরুর দামে কেনা যাবে। এই দাম ফোনের 6GB+128GB স্টোরেজের। এতে 6.67 ইঞ্চি ফুল এইচডি + অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 6 জেনারেশন ৪ প্রসেসর, 50MP+2MP রিয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার রয়েছে।

Oppo K13

ভারতে ওপ্পো কে১১৩ ফোনের দাম 17,999 টাকা। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে। এই ফোনে 6.67 ইঞ্চি ফুল এইচডি + অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 4 প্রসেসর, 50MP+ 2MP রিয়ার ক্যামেরা সেটআপ, 16MP ফ্রন্ট ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার রয়েছে।

Tecno Pova Curve

এই ফোনের 6GB+128GB স্টোরেজ ভারতে 15,999 টাকায় পাওয়া যাচ্ছে। এই ফোনে 144Hz, 6.78-ইঞ্চি ফুল HD+ কার্ভড AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7300 Ultimate প্রসেসর, 64MP+2MP রিয়ার ক্যামেরা ইউনিট, 13MP সেলফি ক্যামেরা, 5500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্টের মতো ফিচার রয়েছে।

আরও পড়ুন: 10 হাজার টাকার সেগামেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ 18 জুন লঞ্চ হবে নতুন iQOO 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :