স্মার্টফোন মানুষের জীবনের অন্যতম অপরিহার্য জিনিষ হয়ে উঠেছে। স্মার্ট ডিভাইসটির জন্যে যেকোনো কাজ এখন করা যায় খুব সহজেই। কিন্তু সবার পক্ষে দামি ফোন কেনা সব সময় সম্ভব হয়ে ওঠেনা। তাই অনেকেই খোঁজেন কম দামে ভালো স্মার্টফোন, যাতে তাদের প্রয়োজনীয় কাজগুলি করতে কোনো সমস্যা না হয়। আপনিও যদি একটি কম দামের ভালো স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে দেখে নিতে পারেন 10,000 টাকার মধ্যে এই সেরা স্মার্টফোনগুলি।
Survey
✅ Thank you for completing the survey!
Poco C31
Poco এর এই স্মার্টফোনে রয়েছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল মেমরি। ফোনটির ডিসপ্লে 6.53-inch, যার ব্যাটারি ব্যাকআপ 5000mAh। Flipkart-এ ফোনটি পাওয়া যাবে মাত্র 8,999 টাকায়।
6.52-inch ডিসপ্লের ফোনটিতে রয়েছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও ফোনটিতে রয়েছে 5000mAh ব্যাটারি। Tecno এর স্মার্টফোনটি Flipkart-এ 9,999 টাকায় সেল হচ্ছে।
Micromax IN 2B
Micromax এর এই বাজেট ফোনটিতে রয়েছে 6GB RAM ও 64GB স্টোরেজ। ফোনটি 6.52 ডিসপ্লে সহ আসে। 5000mAh ব্যাটারির ফোনটি Flipkart-এ পাওয়া যাবে 9,999 টাকায়।
Redmi 9 Active
Redmi এর বাজেট ফোন Redmi 9 Active-এ রয়েছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল মেমোরি। ফোনটির ডিসপ্লে 6.53-inch এর। এবং এর ব্যাটারি ব্যাকআপ 5000mAh। ফোনটি Amazon এ 9,999 টাকায় পাওয়া যাবে।
LAVA Z6
Lava Z6 6.5-inch ডিসপ্লে এবং 6GB RAM ও 64GB স্টোরেজের সাথে আসে। পাওয়ার ব্যাকআপের জন্য Lava দিচ্ছে 5000mAh ব্যাটারিম Flipkart এ ফোনটি 9,640 টাকায় এভেলেবেল।
Infinix Hot 11
বাজেট স্মার্টফোনগুলির মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লে রয়েছে Infinix Hot 11 ফোনে। 6.6-inch ডিসপ্লের ফোনটিতে রয়েছে 4GB RAM এবং 64 GB স্টোরেজ। এছাড়াও, Infinix দিচ্ছে 5200mAh এর অসাধারণ ব্যাটারি ব্যাকআপ। Flipkart এ ফোনটি 9,999 টাকায় সেল হচ্ছ