World Photography Day: কম বাজেটে সেরা 5 DSLR ক্যামেরা, দেখে নিন লিস্ট

Updated on 19-Aug-2021
HIGHLIGHTS

19 অগাস্ট অর্থাৎ আজ World Photography Day

সেরা DSLR Camera-র দাম শুরু মাত্র 30,000 টাকা থেকে

ভালো ফটোগ্রাফার হতে গেলে প্রয়োজন ভালো প্রফেশনাল ক্যামেরার

আজ World Photography Day। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ফটো তুলতে ভালবাসে। আবার অনেকেই আছে যারা ভবিষ্যতে ফটোগ্রাফার হতে চায়। একজন ভালো ফটোগ্রাফার হতে গেলে প্রয়োজন ভালো প্রফেশনাল ক্যামেরার। কিন্তু অনেকসময় ভালো ক্যামেরা কিনতে বাজেট পেরিয়ে যায়।

তাই আজ আমরা আপনাদের জন্য এনেছি কয়েকটি বাজেট ফ্রেন্ডলি ক্যামেরার খোঁজ। যাদের দাম শুরু মাত্র 30,000 টাকা থেকে। আসুন জেনে নেওয়া যাক-

Canon Eos 1500D Digital SLR Camera

এই ক্যামেরাটি এক্কেবারে শিক্ষানবিশ এবং অপেশাদার ফটোগ্রাফারদের জন্য উল্লেখযোগ্য। এই DSLR ক্যামেরার দাম  30,999 টাকা।

স্পেসিফিকেশন- 

  • এই DSLR ক্যামেরাতে রয়েছে 24.1MP CMOS সেন্সর।
  • ক্যামেরায় রয়েছে 100-6400 সেনসিটিভিটি রেঞ্জ, যা গ্রেইন-ফ্রি ফটো তুলতে সহায়তা করে।
  • ক্যামেরায় রয়েছে  Digic4+ ইমেজ প্রসেসর, যা ফটোগ্রাফিতে অ্যাকিউরেসি এবং স্পিড বাস্ট বিষয়টিকে স্পষ্ট করে।
  • এতে থাকবে EF-S mount ফিচার যা সমস্ত EF এবং EF-S লেন্সের সঙ্গে কাজ করে।
  • Canon Eos 1500D DSLR ক্যামেরাটি আসছে একটি লার্জ গ্রিপের সঙ্গে।

Sony Alpha ILCE 6000Y DSLR Camera

এই হাল্কা ওজনের ক্যামেরাটি খুব সহজ বহনযোগ্য। এই DSLR ক্যামেরার দাম 53,990 টাকা।

স্পেসিফিকেশন-

  • এই সোনি আলফা ক্যামেরায় রয়েছে মিররলেস ক্যামেরা ফিচার, যা যুক্ত হয়েছে 24.3MP CMOS সেন্সরের সঙ্গে।
  • এতে থাকবে Bionz x ইমেজ প্রসেসিং ইঞ্জিন , যা হাই রেজোলিউশন ফটো তুলতে সহায়তা করবে।
  • এর ISO রেঞ্জ হল-100-25600।
  • এতে রয়েছে OLED Tru- Finder EVF ফিচার, যাতে থাকবে ডবল অ্যাসফেরিক্যাল  লেন্সসমূহ, যা ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেলের সুবিধা দেবে।
  • এতে থাকবে 3 ইঞ্চির tiltable স্ক্রিন এবং এই ক্যামেরাটি সাপোর্ট করবে Wifi এবং NFC।

Canon EOS 200D DSLR Camera-

এটি একটি হাই-কোয়ালিটি ডিএসএলআর ক্যামেরা, যা অপেশাদার ফটোগ্রাফারদের সঙ্গে সঙ্গে প্রশিক্ষনপ্রাপ্ত ফটোগ্রাফারদের জন্যেও উপযুক্ত।এই ডিএসএলআর ক্যামেরার দাম- 52,990 টাকা।

স্পেসিফিকেশন- 

  • এই ক্যামেরায় থাকবে Digic 8 ইমেজ প্রসেসর।
  • এতে থাকবে 24.1MP  APS-C CMOS  সেন্সর , যা হাই রেজোলিউশন ফটো তুলতে সহায়তা করবে।
  • এই ক্যামেরায় থাকবে 4K কোয়ালিটিতে ভিডিও ক্যাপচারের সুবিধা।
  • এতে থাকবে ভ্যারি- অ্যাঙ্গেল টাচ স্ক্রিন এলসিডি ডিসপ্লে।

Sony Alpha ILCE 6000L DSLR Camera

এই ক্যামেরাটি ফটো তোলার বিষয়টিকে বেশ সহজ করে তোলে ফটোগ্রাফারদের জন্যে। এই ক্যামেরার দাম- 43,190 টাকা।

স্পেসিফিকেশন-

  • এই সোনি আলফা ক্যামেরায় রয়েছে 24.3 MP CMOS সেন্সর, যা হাই রেজোলিউশন ফটো তুলতে সহায়তা করবে।
  • এতে থাকবে Bionz x ইমেজ প্রসেসিং ইঞ্জিন।
  • এর  ISO রেঞ্জ হল-100-25600, যা লো-লাইট কন্ডিশনে ভালো ফটো তুলতে সহায়তা করবে।
  • এতে থাকবে ফাস্ট অটো ফোকাসের সুবিধা, যা 11FPS পর্যন্ত শুট করতে দেবে।
  • এই সোনি আলফা ক্যামেরায় থাকবে মিররলেস ক্যামেরা ফিচার।

Nikon D5600 Digital Camera

অপেশাদার ফটোগ্রাফারদের জন্য হাই কোয়ালিটি ফটো ক্যাপচারের জন্য এই Nikon ক্যামেরা উল্লেখযোগ্য।

স্পেসিফিকেশন-

  • এই ক্যামেরাতে থাকবে 24.2MP CMOS সেন্সর।
  • এর ISO রেঞ্জ হল- 100-25600, যা লো- লাইট কন্ডিশনে গ্রেইন ফ্রি ফটো তুলতে সাহায্য করবে।
  • এতে থাকবে এক্সপিড 4 ইমেজ প্রসেসর, সঙ্গে 39 অটো ফোকাস পয়েন্ট, যা মুভিং অবজেক্টকে যথার্থভাবে ক্যাপচার করতে সাহায্য করবে।
  • এতে থাকবে Nikon F lens mount সঙ্গে interchangeable Nikon লেন্স।

Nikon D5300 DSLR Camera-

অপেশাদার ফটোগ্রাফারদের জন্য হাই কোয়ালিটি ফটো ক্যাপচারের জন্য এই Nikon ক্যামেরা উল্লেখযোগ্য।

স্পেসিফিকেশন-

  • এই ক্যামেরাতে থাকবে 24.2MP CMOS সেন্সর।
  • এর ISO রেঞ্জ হল-100-12,800 , যা লো- লাইট কন্ডিশনে ভালো ডিটেলিং  সমেত ফটো তুলতে সাহায্য করবে।
  • এতে থাকবে 3.2 ইঞ্চি এলসিডি ডিসপ্লে।
  • এতে থাকবে 39 অটো ফোকাস পয়েন্ট, যা মুভিং অবজেক্টকে যথার্থভাবে ক্যাপচার করতে সাহায্য করবে।
  • এতে থাকবে ফুল এইচডি 1080p  ভিডিও ক্যাপচারের সুবিধা।
Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :