50MP ক্যামেরা সহ Infinix Hot 11S ফোনের আজ প্রথম সেল, দাম 11 হাজার টাকার কম

50MP ক্যামেরা সহ Infinix Hot 11S ফোনের আজ প্রথম সেল, দাম 11 হাজার টাকার কম
HIGHLIGHTS

Infinix Hot 11S ফোনের প্রথম সেল আজ

Flipkart-এর মাধ্যমে গ্রাহকরা দুপুর 12 টায় Infinix Hot 11S কিনতে পারবেন

Infinix Hot 11S ফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা ও কোয়াড এলইডি ফ্ল্যাশ

Infinix গত সপ্তাহে ভারতের বাজারে নতুন বাজেট ফোন Infinix Hot 11S লঞ্চ করেছে। আজ এই ফোনের প্রথম সেল। অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart-এর মাধ্যমে গ্রাহকরা দুপুর 12 টায় এই ফোন কিনতে পারবেন। ফোনে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 4GB RAM এবং 5,000mAh ব্যাটারির মতো ফিচার পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং ফিচার্স সম্পর্কে…

Infinix Hot 11S দাম

Infinix Hot 11S স্মার্টফোন সিঙ্গেল ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে। ফোনে রয়েছে 4GB RAM এবং 64GB স্টোরেজ। ফোনের দাম 10,999 টাকা। ফোনটি তিনটি রঙের বিকল্পে আসে – 7 ডিগ্রি পার্পল, গ্রিন ওয়েভ এবং পোলার ব্ল্যাক। অফার সম্পর্কে কথা বললে, SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI পেমেন্টে 10 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

Infinix Hot 11S specifications

  • Infinix Hot 11S স্মার্টফোনে 6.78 ইঞ্চি এফএইচডি প্লাস পাঞ্চহোল ডিসপ্লে সঙ্গে 90Hz রিফ্রেশ রেট। স্ক্রিনের টাচ স্যাম্পেল রেট 180HZ।
  • এই ডিভাইসের রয়েছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট সঙ্গে স্টোরেজ হিসেবে রয়েছে 4GB RAM ও 64GB ইন্টারনাল।
  • Infinix Hot 11S ফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা ও কোয়াড এলইডি ফ্ল্যাশ । সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
  • চার্জের বেনিফিট হিসেবে মিলবে 5,000 mAh ব্যাটারির সঙ্গে 18W ফাস্ট চার্জ ফিচার।
  • এছাড়া রয়েছে ট্রিপল কার্ড স্লট যেখানে একটি অংশ রয়েছে মাইক্রো এসডি কার্ডের জন্য যার মাধ্যমে বাড়ানো যাবে 256GB পর্যন্ত স্টোরেজ এক্সপ্যানশন।
  • অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ওয়েভ ফ্লো প্যাটার্ন ডিজাইন, রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার , DTS সারাউন্ড সাউন্ড।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo