50MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ Motorola 5G Slim স্মার্টফোন ভারতে লঞ্চ

50MP সেলফি ক্যামেরা এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ Motorola 5G Slim স্মার্টফোন ভারতে লঞ্চ

মোটোরোলা কোম্পানি ভারতে তার এজ সিরিজের লেটেস্ট স্মার্টফোন হিসেবে Motorola Edge 70 লঞ্চ করেছে। নতুন মোটোরোলা এজ 70 স্মার্টফোনে কোয়ালকমের Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে। সাথে এতে থাকছে 5000mAh সিলিকন কার্বন ব্যাটারিও। ভারতে মোটোরোলা এজ 70 ফোনের দাম 30,000 টাকা থেকে শুরু হয়। আসুন মোটোরোলার নতুন ফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Motorola Edge 70 ফোনের দাম কত এবং সেল কবে

দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ফোনের দাম 29,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB+256GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে কোম্পানি নতুন ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে।

নতুন এজ 70 ফোনটি ভারতে ফ্লিপকার্ট, মোটোরোলা ইন্ডিয়া অনলাইন স্টোর এবং অন্যান্য অফলাইন রিটেল চ্যানেলের মাধ্যমে বিক্রি হবে। মোটোরোলা এজ 70 ফোনটি প্যান্টোন ব্রোঞ্জ গ্রিন, প্যান্টোন গ্যাজেট গ্রে এবং প্যান্টোন লিলি প্যাড রঙে পাওয়া যাবে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি এবং 3টি 50MP ক্যামেরা সহ নতুন iQOO 5G স্মার্টফোনে 4000 টাকার বেশি ছাড়

Motorola Edge 70 launched in India Price Camera Battery display all details

মোটোরোলা এজ 70 এর স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টামে কাজ করে। কোম্পানি ফোনের তিনটি মেইন অ্যান্ড্রয়েড আপগ্রেড ও চার বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। এতে একটি 6.7-ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, গরিলা গ্লাস 7i সুরক্ষা, ডলবি ভিশন এবং HDR10+ কন্টেন্টের জন্য সাপোর্ট সহ আসে। ফোনকে ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে এতে IP68 + IP69 রেটিং এবং একটি MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরিবিলিটি সার্টফিকেশন দেওয়া।

প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ফোনটি কোয়ালকমের Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে যা 8GB LPDDR5x RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেয়ার করা। লেটেস্ট মোটোরোলা স্মার্টফোনে মোটো AI টুল, সাথে নেক্সট মুভ, ক্যাচ মি আপ 2.0, পে অ্যাটেনশন 2.0, রিমেম্বার দিস + রিকল এবং কো-পাইলট ফিচার থাকছে।

ক্যামেরার ক্ষেত্রে, মটোরোলা এজ 70 তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট রয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটি OIS সহ 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ আসে। এতে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি থ্রি-ইন-ওয়ান লাইট সেন্সরও রয়েছে। সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ফোনটি 60fps-এ 4K রেজোলিউশন পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম। এতে এআই ভিডিও এনহ্যান্সমেন্ট, এআই অ্যাকশন শট এবং এআই ফটো এনহ্যান্সমেন্ট টুলসও রয়েছে।

পাওয়ার দিতে 5000mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে মটোরোলা এজ 70 ফোন। কোম্পানি দাবি করে যে ফোনটি 31 ঘণ্টা পর্যন্ত ‘একটানা ভিডিও প্লেব্যাক’ চলবে। এতে 68W এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। ফোনে রয়েছে এয়ারক্রাফট-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম।

আরও পড়ুন: Samsung এর প্রিমিয়াম 5G স্মার্টফোনে 20 হাজার টাকার সোজা ছাড়, এন্ড অফ সিজন সেলে দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo