লঞ্চের আগেই iQOO 15 স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস, জানুন কত টাকায় কেনা যাবে এবং কেমন হবে স্পেক্স
আইকিউ তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15 ভারতে 26 নভেম্বর লঞ্চ করবে। এই স্মার্ফোনের লঞ্চের আগে অনুমানিত দাম এবং প্রি-বুকিংয়ের ডিটেল প্রকাশ করা হয়েছে। এই আইকিউ ফোনটি 60,000 টাকা থেকে শুরুর দামে লঞ্চ করা হতে পারে। আসুন আপকামিং আইকিউ 15 ফোনের ফিচার, দাম এবং সেল ডিটেল জেনে নেওয়া যাক।
SurveyiQOO 15 এর দাম এবং সেল ডিটেল
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আইকিউ 15 স্মার্টফোনটি ভারতে সেল অফারের সাথে 60 হাজার টাকার শুরুর দামে কেনা যাবে। তবে এই দাম শুরুতে হবে। আইকুর এই স্মার্টফোনটি 16GB RAM+512GB স্টোরেজ সহ চালু করা যেতে পারে।
আপকামিং আইকিউ 15 ফোনটি যেই দামে আসবে সেই দামে এই ফোনটি Snapdragon 8 Elite Gen 5 চিপসেট সহ আসা সবচেয়ে সস্তা ফোন হতে চলেছে।
আরও পড়ুন: DSLR এর মতো ক্যামেরা সহ Vivo X300 Series ভারতে শীঘ্রই হবে লঞ্চ, থাকবে 100x জুম সাপোর্ট
কোম্পানি আপকামিং আইকিউ 15 ফোনে প্রিবুকিং অফার হিসেবে প্রায়োরিটি পাস দিতে পারে। এতে গ্রাহকদের 1000 টাকা দিয়ে ফোনটি বুক করতে হবে। পাস কেনা গ্রাহকদের কোম্পানি iQOO TWS 1e ইয়ারবডস নো এডিশনল কস্ট এবং 12 মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি অফার করবে। প্রায়োরিটি পাসগুলি 20 নভেম্বর থেকে পাওয়া যাবে।
আইকিউ 15 এর স্পেসিফিকেশন কেমন হবে
আইকিউ 15 স্মার্টফোনটি Qualcomm এর Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের সাথে লঞ্চ হবে। এতে Samsung 2K M14 OLED ডিসপ্লে প্যানেল থাকবে। এই iQOO ফোনটি Android 16 এর উপর ভিত্তি করে OriginOS-এ চলবে। কোম্পানিটি পাঁচ বছরের OS আপডেট এবং সাত বছরের নিরাপত্তা আপডেট অফার করবে।
এই আইকিউ 15 ফোনে 7000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এটি গেম লাইভস্ট্রিমিং অ্যাসিস্ট্যান্টও সাপোর্ট করবে। কোম্পানিটি আরও দাবি করেছে যে ফোনে বড় সিঙ্গেল-লেয়ার কুলিং সিস্টেম থাকবে, যা গেমিং চলাকালীন ফোনের পারফরম্যান্সকে স্টেবল রাখতে সাহায্য করবে।
ফটোগ্রাফির দিক থেকে, আইকিউ 15-তে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনটি OnePlus 15 এবং Realme GT 8 Pro-এর মতো প্রিমিয়াম স্মার্টফোনের সাথে সরাসরি প্রতিযোগিতা করবে।
আরও পড়ুন: ভারতীয় লঞ্চের আগে OnePlus 15 স্মার্টফোনের দাম লিক, থাকবে সবচেয়ে শক্তিশালী প্রসেসর এবং ব্যাটারি
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile