হনারের ফিটনেস ট্র্যাকার ব্যান্ড 5 ভারতে এসে গেছে। আর হনারের লেটেস্ট Honor Band 5 ফ্লিপকার্টে বিক্রি করা হচ্ছে। আর এটি 2,599 টাকায় কেনা যাবে আর এই ডিভাইসটি বেশ কিছু অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে। আর এর মধ্যে নো কস্ট EMI ও আছে। আর এই ডিভাইসটি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড আর HDFC ব্যাঙ্ক ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 5% পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
আর এই ডিভাইসটি এর সঙ্গে আপনারা যদি Axis Bank Buzz Credit Card য়ের মাধ্যমে কেনেন তবে 5% ডিস্কাউন্ট পাবেন। আর এই ডিভাইসয়টি 24X7 হার্ট রেট মনিটারের সঙ্গে এসেছে। আর এতে আপনারা ফুল কালার AMOLED ডিসপ্লে পাবেন।
আর এর স্ক্রিন আপনারা কাস্টমাইজড করতে পারবেন। Honor Band য়ে রিয়াল হার্ট রেট মনিটার, স্লিপ ট্র্যাকারও দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এতে আপনারা সুইমট্র্যাকার ফিচারও পাবেন। আর এই ব্যান্ডটি 10 টি আলাদা আলাদা ফিটনেস মোডের সঙ্গে এসেছে। ব্যান্ড 5, 50 মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্টেন্স। Honor Bnad 5 য়ে আপনারা 3টি আকালার অপশান পাবেন আর এটি মিডনাইট নেভি, কোরাল পিঙ্ক আর মেটিরিয়েট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
Price: |
![]() |
Release Date: | 07 Aug 2019 |
Variant: | None |
Market Status: | Launched |