Sony, boAt,Oppo -এর মতো ব্র্যান্ডেড প্রোডাক্টে আছে এই অফার
Amazon -এর তরফে আবার একটি নতুন সেল নিয়ে আসা হয়েছে। এই সেলে একাধিক প্রোডাক্টের উপর বাম্পার ছাড় মিলছে। আপনি যদি এখন True Wireless ইয়ারফোন কিনতে চান তাহলে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ।
Amazon Great Summer Sale-এ TWS Earphone -এ কিন্তু ব্যাপক ছাড় মিলছে। 80% পর্যন্ত ছাড় পাবেন এখন এই E-commerce সাইটে।
Amazon এর এই সেলে কোন ইয়ারফোনে রয়েছে সেরা ছাড়?
1. boAt Airdopes 141 998 টাকায় কেনা যাচ্ছে 78% ছাড়ের পর। এখান থেকে কিনুন 2. Boult Audio Z40 কেনা যাচ্ছে 1,198 টাকায়, এখানে আছে 76% ছাড়। এখান থেকে কিনুন 3. JBL Wave 200 কেনা যাচ্ছে 2,298 টাকায়, এখানে আছে 62% ছাড়। এখান থেকে কিনুন 4. Noise Buds VS104 কেনা যাচ্ছে 1,298 টাকায়, এখানে আছে 63% ছাড়। এখান থেকে কিনুন 5. Sony WF-C500 কেনা যাচ্ছে 4,489 টাকায়, এখানে আছে 50% ছাড়। এখান থেকে কিনুন
প্রিমিয়াম ইয়ারফোন কিনতে চান? দেখুন কোন কোন প্রোডাক্টে পাবেন সেরা ছাড়।
Sony WF 1000XM4
এই ইয়ারফোনের উপর আছে 32% ছাড়। এটি এখন 16,990 টাকায় কেনা যাবে। এখানে আছে নয়েজ ক্যানসেলেশনের জন্য ইন্টিগ্রেটেড প্রসেসর।
এছাড়া LDAC কোডেক সাপোর্ট পাবেন গ্রাহকরা এই ইয়ারফোনে। এক সঙ্গে এটার সঙ্গে দুটো ডিভাইস কানেক্ট করা যাবে। এক চার্জে এটি 24 ঘণ্টা পর্যন্ত চলতে পারে।
এই ইয়ারফোনে আছে 36% ছাড়। এটি এখন 16,999 টাকায় কেনা যাবে। এখানেও নয়েজ ক্যানসেলশনের সুবিধা মিলবে।
গ্রাহকরা চাইলে নিজেদের পছন্দ মতো এখানে নয়েজ ক্যানসেলেশনের স্ট্রেন্থ কমাতে বা বাড়াতে পারেন। বোসের তরফে বলা হয়েছে এখানে একটি ব্যালেন্সড অডিও প্রোফাইল পাওয়া যাবে। এক চার্জে 6 ঘণ্টা গান শোনা যাবে।
15,989 টাকায় কেনা যাচ্ছে এখন এই ইয়ারবাড। এটির উপর আছে 20% ছাড়। গ্রাহকরা এখানে ANC মোড সহ অ্যাম্বিয়েন্ট মোড, 360 ডিগ্রি সাউন্ড, 24 বিট Hi Fi অডিও পাবেন। এই চার্জে এটি 5 ঘণ্টা চলতে পারে ANC অন থাকলে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.