মাত্র 6399 টাকার শুরুর দামে Kodak লঞ্চ করল QLED Smart TV, সস্তা টিভিতেও চলবে JioHotstar সহ YouTube

Updated on 10-Jul-2025
HIGHLIGHTS

Kodak ভারতে নতুন Special Edition QLED TV লঞ্চ করেছে

কোডাক স্পেশাল এডিশন কিউএলইডি টিভি লাইনআপে তিনটি সাইজ 24 ইঞ্চি, 32 ইঞ্চি এবং 40 ইঞ্চি এর স্মার্ট টিভি কেনা যাবে

কোডাকের লেটেস্ট টিভির দাম 6,399 টাকা থেকে শুরু

Kodak ভারতে নতুন QLED স্মার্ট টিভির স্পেশাল এডিশন লঞ্চ করেছে। এই লাইনআপে তিনটি সাইজ 24 ইঞ্চি, 32 ইঞ্চি এবং 40 ইঞ্চি এর স্মার্ট টিভি কেনা যাবে। কোডাকের লেটেস্ট টিভির দাম 6,399 টাকা থেকে শুরু। যেমন কি নাম থেকে বোঝা যাচ্ছে যে কোডাকের লেটেস্ট টিভি QLED প্যানেল সহ বাজারে লঞ্চ করা হয়েছে। এই স্মার্ট টিভিতে 36W ইন-ইয়ার সাউন্ড আউটপুট, JioHotstar, YouTube, Sony Liv, Prime Video এবং Zee5 এর মতো প্রি-লোডেড অ্যাপ সাপোর্ট পাওয়া যাবে। সাথে টিভিতে থাকছে বেজেল-লেস ডিজাইন এবং কোয়াড-কোর প্রসেসর।

ভারতে Kodak Special Edition QLED TV এর দাম কত এবং সেল অফার কী

কোডাক স্পেশাল এডিশন কিউএলইডি টিভির সেল Flipkart সাইটে 12 জুলাই থেকে শুরু GOAT Sale এ কেনা যাবে। ফ্লিপকার্ট ভিআইপি এবং প্লাস মেম্বররা সেলের এক্সেস এক দিন আগেই পেয়ে যাবেন। লেটেস্ট স্পেশাল এডিশন কিউএলইডি টিভির 24 ইঞ্চি ভ্যারিয়্যান্টের দাম 6399 টাকা, 32 ইঞ্চি মডেলের দাম 8,499 টাকা এবং 40-ইঞ্চি স্ক্রিন সাইজের দাম 13,499 টাকা রাখা হয়েছে।

আরও পড়ুন: Amazon Prime Day 2025 সেলে এক সে বড়কর এক অফার, অর্ধেক দামে কেনা যাবে 4K Smart TV, দেখে নিন লিস্ট

ফ্লিপকার্টে শুরু হওয়া ফ্লিপকার্ট গোট সেল চলাকালীন স্পেশাল অফার দিচ্ছে। এই সেল চলাকালীন কোম্পানির 24-ইঞ্চি সহ টিভি 5999 টাকা দামে কেনা যাবে। এছাড়া কোডক 32 ইঞ্চি, 40 ইঞ্চি এবং 43 ইঞ্চি মডেলের পাশাপাশি প্রিমিয়াম ম্যাট্রিক্স QLED টিভিতেও বিশেষ ছাড় দিচ্ছে।

কোডাক স্পেশাল এডিশন কিউএলইডি টিভির স্পেসিফিকেশন কী রয়েছে

লেটেস্ট কোডক টিভিটি অপারেটিং সিস্টেম লিনাক্সের উপর কাজ করে। কোম্পানির দাবি যে এটি ইউজার এক্সপেরিয়েন্স এবং স্মুদ নেভিগেশন সহ ডিজাইন করা হয়েছে। এই টিভি 24-ইঞ্চি, 32-ইঞ্চি এবং 40-ইঞ্চি স্ক্রিন সাইজে চালু করা হয়েছে যা FHD (1080p) রেজোলিউশন এবং 400 নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। এর সাথেই 36W স্পিকার 32-ইঞ্চি এবং 40-ইঞ্চি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে।

কোম্পানি কোডাক টিভিতে কোয়াড কোর A35 প্রসেসর দিয়েছে, যা অ্যাপ সুইচ এবং রিমোট কমান্ডে ফাস্ট প্রতিক্রিয়া অফার করে। এই টিভিটি HDMI, USB, Wi-Fi এবং Miracast সাপোর্ট করে। কোম্পানি টিভি রিমোটে YouTube বোতামও দিয়েছে। এই টিভিতে লাইভ চ্যানেল এবং প্রি-ইন্সটল করা গেমের বিকল্পও রয়েছে।

আরও পড়ুন: 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে সবচেয়ে ব্রাইট ডিসপ্লে এবং 120W ফাস্ট চার্জিং সহ Realme 5G স্মার্টফোন, জলের ভিতরে করা যাবে ফটোগ্রাফি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :