8000 টাকার কম দামে কিনুন 32 ইঞ্চির LED TV, সবচেয়ে সস্তা মাত্র 7199 টাকার

Updated on 12-Sep-2025

পুজোর মরসুমে কম বাজেটে নতুন LED TV কেনার কথা ভাবছেন তবে আমরা Amazon সাইটে পাওয়া সেরা বিকল্পে বিষয় বলবো। এই এলইডি টিভিগুলি 32 ইঞ্চি ডিসপ্লে সহ আসে। কোম্পানির এই টিভির দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। এই তালিকায় সবচেয়ে সস্তা টিভির দাম 7199 টাকা। শুধু তাই নয় এই টিভিতে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটিও পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই টিভিগুলি সম্পর্কে।

Kodak 32 inches Special Edition Series HD Ready Smart LED TV 32SE5001BL

কোডাক কোম্পানির এই 32 ইঞ্চির টিভি Amazon সাইটে 7999 টাকা দামে বিক্রি হচ্ছে। টিভিতে 60Hz রিফ্রেশ রেট সহ এইচডি রেডি ডিসপ্লে পাওয়া যাবে। এই টিভি 512 এমবি RAM এবং 4 জিবি স্টোরেজ সহ আসে। এতে সাউন্ড অডিওর জন্য এতে 30W অডিও আউটপুট পাওয়া যাবে। এটি Linux OS এ কাজ করে।

আরও পড়ুন: Google Nano Banana AI: সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ন্যানো বানান এআই ছবি, কীভাবে তৈরি করবেন আপনার 3D একশন ফিগর মডেল

VW 32 inches Frameless Series HD Ready Android Smart LED Smart TV VW32S

32 ইঞ্চির এই টিভির দাম 7199 টাকা। ফিচার হিসেবে টিভিতে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া। দুর্দান্ত সাউন্ড কোয়ালিটির জন্য টিভিতে আপনি 20W সাউন্ড কোয়ালিটি পাবেন। টিভিতে কানেক্টিভিটির জন্য 1 HDMI পোর্ট এবং 2 ইউএসবি পোর্ট দেওয়া। টিভিতে ফ্রেমলেস ডিজাইন অনেকটা প্রিমিয়াম লুক অফার করে।

VW 32 inches Linux Series Frameless HD Ready Smart LED TV VW32C2 (Black)

ফ্রেমলেস ডিজাইন সহ আসা এই ভিডাব্লু টিভি মাত্র 7499 টাকা দামে লিস্ট করা। টিভিতে আপনি ফ্রেমলেস ডিজাইন সহ এইচডি রেডি ডিসপ্লে পাওয়া যাবে। এই ডিসপ্লেতে 60Hz রিফ্রেশ রেট দেওয়া এবং এটি 20W সাউন্ট আউটপুট স্পিকার সহ আসে। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনে কোম্পানি 2 HDMI পোর্ট এবং 2 USB পোর্ট রয়েছে। এই টিভি কোয়াড কোর প্রসেসরে কাজ করে।

আরও পড়ুন: Flipkart Big Billion Days sale: Google Pixel 10 সিরিজের এই ফোনগুলি কেনা যাবে সবচেয়ে সস্তায়, সেলের আগেই জেনে নিন অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :