Amazon এর বাম্পার Prime Day সেল আর কয়েকদিন পরেই, 10 হাজার টাকা পর্যন্ত সস্তায় মিলবে Sony, LG Smart TV

Updated on 08-Jul-2025
HIGHLIGHTS

Amazon Prime Day 2025 সেল শুরু হতে চলেছে

অ্যামাজন সেল 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত চলবে

অ্যামাজন সেলে 10 হাজার টাকা পর্যন্ত ছাড়ের সাথে Sony, Xiaomi এবং LG সহ TCL TV কেনা যাবে

Amazon Prime Day 2025 সেল শুরু হতে চলেছে। এই সেল 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত চলবে। সেলে প্রাইম মেম্বরদের একাধিক প্রোডাক্ট সেরা ডিলে কেনা যাবে। তবে যদি আপনারা নতুন টিভি কেনার কথা ভাবছেন তবে এই সেল মিস করা যাবে না। অ্যামাজন প্রাইম সেলে 10 হাজার টাকা পর্যন্ত ছাড়ের সাথে Sony, Xiaomi এবং LG সহ TCL TV কেনা যাবে। আসুন জেনে নেওয়া কোন স্মার্ট টিভি কত টাকা সস্তায় কেনা যাবে।

LG 55 inch UR75 Series 4K Ultra HD Smart LED TV

এলজি কোম্পানির 55 ইঞ্চি স্মার্ট টিভি অ্যামাজন সেলে 36,490 টাকায় বিক্রি করা হবে। তবে সাইটে এলজি টিভিটি 71,990 টাকা দামে লিস্ট করা। এখন এটি 43,990 টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি এতে 3000 টাকার কুপন ছাড় অফার করছে। যার পরে টিভির দাম কমে 40,990 টাকা হয় যাবে। এছাড়া গ্রাহকরা ব্যাঙ্ক অফারে এই ফোনে 1500 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

আরও পড়ুন: প্রথমবার 15 হাজারের কম দামে বিক্রি হবে 50MP শেক ফ্রি ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা সহ Motorola স্মার্টফোন

Sony 55 inch BRAVIA 2 4K Ultra HD Smart LED TV

সোনি কোম্পানির এই 55 ইঞ্চি স্মার্ট টিভি অ্যামাজন সেলে 50,990 টাকায় পাওয়া যাবে। কোম্পানি এতে 65 শতাংশ পর্যন্ত ছাড় সহ এক্সচেঞ্জ অফার দেবে। এটি একটি 4কে আল্ট্রা এইচডি স্মার্ট গুগল টিভি।

Xiaomi 55 inch QLED Smart TV

শাওমি কোম্পানির এই 55 ইঞ্চি স্মার্ট টিভি অ্যামাজন প্রাইম সেলে 36,499 টাকায় বিক্রি হবে। এই টিভির আসল দাম 69,999 টাকা যা এখন 39,999 টাকায় লিস্ট করা। কোম্পানি এতে 2000 টাকার ব্যাঙ্ক অফার দিচ্ছে যার পরে টিভির দাম কমে 34,499 টাকা হয় যাবে।

TCL 55 inch 4K Ultra HD Smart QLED Google TV

এই সেলে টিসিএল কোম্পানির আল্ট্রা এইচডি স্মার্ট টিভি 36,990 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কোম্পানি এতে 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করছে। যার পরে টিভির দাম আরও কমে 34,999 টাকা হয় যাবে।

আরও পড়ুন: 7100mAh এর বিশাল ব্যাটারি সহ OnePlus Nord 5 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জানুন কেমন হবে স্পেসিফিকেশন এবং ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :