Exclusive recharges offer available only on the Vi App
Vodafone-Idea (Vi) তাদের গ্রাহকদের জন্য় একের পর এক নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। আবারও একটি নতুন প্ল্যান লঞ্চ করল কোম্পানি। এই প্ল্যানটি 549 টাকায় বাজারে আনা হয়েছে। নতুন প্ল্যানটি ভোডাফোন আইডিয়ার সমস্ত সার্কেলে পাওয়া যাবে।
Vi কোম্পানি তার নতুন প্ল্যানটি সেই গ্রাহকদের কথা মাথায় রেখে নিয়ে এসেছে, যারা কম ডেটা এবং বেশি ভ্যালিডিটি চান। বলে দি যে নতুন প্ল্যানে কোম্পানির কোনো আনলিমিটেড সুবিধা, অর্থাৎ কলিং এবং ডেটা অফার করছে না। এই প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে combo/validity সেকশনে লিস্ট করা হয়েছে।
আসুন দেখে নেওয়া যাক Vodafone তার নতুন প্ল্যানে কী কী সুবিধা দিচ্ছে…
Vodafone-Idea এর 549 টাকার প্রিপেইড প্ল্যানে 180 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এই প্ল্যানে মাত্র 1 জিবি ডেটা দেওয়া হচ্ছে। প্ল্যানে নেশনাল কলিং এবং লোকল কলিংয়ের জন্য় 2.5 পয়সা প্রতি সেকেন্ড হিসাবে খরচ করতে হবে। যেমনটি খবরের আগেই জানিয়েছি যে এই প্ল্যানে কোনো আনলিমিটেড সুবিধা দেওয়া হচ্ছে না। এর মানে হল যে এতে আপনি আনলিমিটেড কলিং বা ডেটা সুবিধা পাবেন না।
এছাড়া ভোডাফোনের এই প্ল্যানে কোনো SMS সুবিধা পাওয়া যাবে না। ভোডাফোনের এই প্ল্যানটি সে গ্রাহকদের জন্য় ভাল বিকল্প হতে পারে, যারা Vi সেকেন্ডারি সিম হিসাবে ব্যবহার করেন।