Vodafone idea লঞ্চ করল 401 টাকার সস্তা প্ল্যান, থাকছে OTT সুবিধা সহ আনলিমিটেড কলিং এবং প্রচুর ডেটা

HIGHLIGHTS

Vi এর 401 টাকার ভোডাফোন পোস্টপেইড প্ল্যানটি একটি মাসিক প্ল্যান

এতে গ্রাহকরা মোট 50 জিবি 4G ডেটা পাবেন

গ্রাহকদের বিনামূল্যে কলিং, ডাটা ও এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে

Vodafone idea লঞ্চ করল 401 টাকার সস্তা প্ল্যান,  থাকছে OTT সুবিধা সহ আনলিমিটেড কলিং এবং প্রচুর ডেটা

ভোডাফোন আইডিয়া (Vodafone idea) গ্রাহকদের জন্য একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে, যার দাম 401 টাকা। তবে কোম্পানি এই প্ল্যান পোস্টপেইড গ্রাহকদের জন্য আনা হয়েছে। এর বিশেষ বিষয় হল যে এতে Sun NXT এর প্রিমিয়াম HD সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। অর্থাৎ এতে তামিল, মালায়ালাম, তেলেগু এবং কন্নড় ভাষার কন্টেন্ট দেখা যাবে এতে। এছাড়া গ্রাহকদের বিনামূল্যে কলিং, ডাটা ও এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vi Rs 401 পোস্টপেইড প্ল্যানে কী কী সুবিধা মিলবে?

Vi এর 401 টাকার ভোডাফোন পোস্টপেইড প্ল্যানটি একটি মাসিক প্ল্যান। এতে গ্রাহকরা মোট 50 জিবি 4G ডেটা পাবেন। এতে পুরো মাসের জন্য 3,000 এসএমএস, আনলিমিটেড ভয়েস কল বিনামূল্যে পাওয়া যাবে। এর সাথে, গ্রাহকরা 12PM থেকে 6AM পর্যন্ত আনলিমিটেড 4G ডেটা পাবেন।

Vodafone-idea plan

OTT সুবিধাও থাকবে এই প্ল্যানে

আলাদাভাবে, গ্রাহকরা 12 মাসের জন্য Sun NXT প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন। এতে গ্রাহকরা বিভিন্ন ভাষায় সিনেমা, টিভি শো এবং মিউজিক ভিডিও দেখতে পারবেন। এই সার্ভিস আপনি একসাথে দুটি স্ক্রিনে অ্যাক্সেস করতে পারবেন। এর মানে গ্রাহক একটি মোবাইল ফোন এবং একটি টিভিতে কনটেন্ট দেখতে পারবেন।

শুধু তাই নয়, এই রিচার্জে Vi Movie এবং TV অ্যাপে ভিআইপি অ্যাক্সেস পাওয়া যাবে। এছাড়া, Vi App-এ হাঙ্গামা মিউজিক স্ট্রিমিং, Sony LIV, Zee5 প্রিমিয়াম মুভি এবং টিভি শো এবং কিছু গেমও খেলা যাবে। এর পাশাপাশি, 200 জিবি পর্যন্ত মোবাইল ডেটা রোলওভার করা যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo