jio plans reduced validity
Jio সহ সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানি Airtel, Vodafone Idea জুলাই মাসে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার কারণে প্রায় অনেক মোবাইল গ্রাহকরা BSNL সিমে পোর্ট করিয়ে নেয়। তবে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি জিওর কাছে এখনও অনেক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা অফার করা হয়। জিও এর কাছে এমন তিনটি রিচার্জ রয়েছে যা 300 টাকার কম দামে আসে। আসুন জেনে নেওয়া যাক জিওর এই তিনটি প্ল্যান সম্পর্কে।
জিওর 199 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা পাবেন। এছাড়া এতে প্রতিদিন 1.5GB ডেটা পাওয়া যাবে। গ্রাহকদের প্রতিদিন 100 SMS এর সুবিধা দেওয়া হবে। প্রিপেইড প্ল্যানে 18 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সেই হিবেসে পুরো ভ্যালিডিটিতে মোট 27 জিবি হাই-স্পিড ডেটা থাকবে।
রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি হাই স্পিড ডেটা পাবেন। অন্যান্য সুবিধা হিসেবে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে ফ্রি আনলিমিটডে কলিং, প্রতিদিন 100 SMS সুবিধা পাওয়া যাবে। রিচার্জ প্ল্যানে 22 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সেই হিসেবে এতে মোট 33 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে।
300 টাকার কম দামের জিওর এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিনের। এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে। এছাড়া এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা থাকছে যা পুরো ভ্যালিডিটিতে মোট 42 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে প্রতিদিন 100 SMS ফ্রি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: iQOO 13 ফোনের প্রথম সেলে আজ মিলবে 3000 টাকার সোজা ছাড়, 6000mAh এর ব্যাটারি এবং 32MP সেলফি ক্যামেরা