Reliance Jio Brings Back Rs 189 Recharge Plan offer 28 days validity
Jio তার গ্রাহকদের কথা মাথায় রেখে একটি সুখবর নিয়ে এসেছে। জিও তার একটি বন্ধ করে দেওয়া ভ্যালু প্ল্যান আবারও লঞ্চ করে দিয়েছে। বলে দি যে রিলায়েন্স জিও সম্প্রতি তার প্রিপেইড প্ল্যান এর ‘ভ্যালু’ ক্যাটাগরি সরিয়ে দিয়েছিল। এখন কোম্পানি আবারও একবার ভ্যালু প্যাক এর ক্যাটাগরিতে একটি Affordable Packs ক্যাটাগরি লিস্ট করেছে।
রিলায়েন্স জিও তার ভ্যালু প্যাক এর ক্যাটাগরির মধ্যে 189 টাকার একটি প্ল্যান আরেকবার লিস্ট করে দিয়েছে। এই প্ল্যানের সাথে রিচার্জ করা গ্রাহকরা আনলিমিটেড কলি, লিমিটেড ডেটা এবং SMS এর সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক রিলায়েন্স জিও এর 189 টাকার রিচার্জে কী সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: 20 হাজার টাকার কম দামে Realme 5G ফোন কেনার সুযোগ, মিলবে 8 জিবি সহ 256 জিবি পর্যন্ত স্টোরেজ
জিও তার 189 টাকার প্ল্যানে গ্রাহকরা একগুচ্ছ সুবিধা পাবেন। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এতে মোট 2 জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। এটি সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে যারা কম অনলাইন ভিডিও দেখেন।
এছাড়া, এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। সাথে 28 দিনের জন্য মোট 300 SMS সুবিধাও থাকবে। অতিরিক্ত সুবিধা হিসেবে জিও তার এই প্ল্যানে JioTV, JioCinema এবং JioCloud এর সাবস্ক্রিপশনও অফার করে।
আরও পড়ুন: মাত্র 6999 টাকায় কিনুন 32 ইঞ্চি সহ Frameless Smart TV, লুফে নিন অফার