32MP সেলফি ক্যামেরা এবং 7400mAh ব্যাটারি সহ নতুন OnePlus স্মার্টফোন প্রথম সেলেই সস্তায় কেনার সুযোগ

Updated on 22-Dec-2025

নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এই খবর আপনার জন্য। আসলে OnePlus 15R স্মার্টফোনের আজ 22 ডিসেম্বর প্রথম সেল শুরু হতে চলেছে। এই সেলে ওয়ানপ্লাস 15আর ফোনটি একাধিক বাম্পার অফার এবং ক্যাশব্যাক সহ কেনা যাবে। ওয়ানপ্লাস 15আর ফোনে একাধিক ফিচার, প্রসেসর এবং ক্যামেরা দেওয়া। কোম্পানি ওয়ানপ্লাস 15আর ফোনে কোয়ালকম Snapdragon 8 Gen 5 অফার করেছে। আসুন ওয়ানপ্লাস 15আর ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভারতে OnePlus 15R ফোনের দাম কত

দামের কথা বললে, ওয়ানপ্লাস 15আর ফোনের দাম 47,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 12GB/256GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে টপ-মডেলটি 12GB+512GB স্টোরেজ সহ আসে যার দাম 52,999 টাকা। দুটি মডেলে কোম্পানি ব্যাঙ্ক অফারও দিচ্ছে। Amazon সাইট থেকে আজ দুুপুর 12টায় বিক্রি করা হবে ওয়ানপ্লাস 15আর।

আরও পড়ুন: 50 দিন পর্যন্ত প্রতিদিন 2GB ডেটা সহ আনলিমিটেড কলিং, BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান

অফারের আওতায় ওয়ানপ্লাস 15আর ফোনে 3000 টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারের জন্য গ্রাহকদের HDFC বা Axis Bank Card দিয়ে পেমেন্টে করতে হবে। এই স্মার্টফোনটি চারকোল ব্ল্যাক, মিন্ট গ্রিন এবং ইলেক্ট্রিক ভয়েলেট শেডে আসে।

ওয়ানপ্লাস 15আর ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 15আর ফোনে রয়েছে 6.83-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 165Hz এবং 1800 নিট পিক ব্রাইটনেস দেওয়া। স্ক্রিনটি ডলবি ভিশন এবং HDR10+ সাপোর্ট করে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 16-তে চলে এবং অক্সিজেনOS 16 অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে।

প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস 15আর ফোনে কোয়ালকম এর Snapdragon 8 Gen 5 চিপসেটে কাজ করে। পাওয়ার দিতে ওয়ানপ্লাস 15আর ফোনে 7400mAh ব্যাটারি রয়েছে যা 80W ফাস্ট চার্জিং সহ আসে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 15আর ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটি 120 ফ্রেমে 4K সাপোর্ট সহ আসে। এর সাহায্যে গ্রাহকরা আরও ডিটেল এবং স্মুদ ভিডিও ক্যাপচার করতে পারবেন। এতে একটি 32MP সেলফি ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: একটি রিচার্জ আর বছরভর আনলিমিটডে কলিং, একগুচ্ছ ডেটা সহ OTT সুবিধা, Jio নাকি Airtel কে দিচ্ছে সস্তায় বার্ষিক রিচার্জ প্ল্যান

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :