Reliance Jio: 2018 সালের ডিসেম্বরের কোয়ার্টারে Jio র নেট প্রফিট 65% বৃদ্ধি পেয়ে 831 কোটি টাকা হয়েছে

HIGHLIGHTS

রিলায়েন্স জিও 2018 সালের ডিসেম্বর মাসের রেজাল্ট জানিয়েছে যেখানে বলা হয়েছে যে কোম্পানি এই কোয়াটারে নেট প্রফিট বেড়ে 831কোটি টাকা হয়েছে, আর যা 2017 সালে 681 কোটি টাকা ছিল

Reliance Jio: 2018 সালের ডিসেম্বরের কোয়ার্টারে Jio র নেট প্রফিট 65% বৃদ্ধি পেয়ে 831 কোটি টাকা হয়েছে

রিলায়েন্স জিও নিজেদের ভাল অফার আর সস্তার প্ল্যান দেওয়ার জন্য পরিচিত, আর নিজেদের সাবস্ক্রাইবারদের কাছে জনপ্রিয়। আর অন্য টেলিকম অপারেটাররা এই কোম্পানি কে প্রতিযোগিতা দেওয়ার জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসে। আর এবার তারা বেশ কিছু প্ল্যানে পরিবর্তনও করেছে। সম্প্রতি রিলায়েন্স জিও 2018 সালের ডিসেম্বর মাসের কোয়াটারের রেজলাট নিয়ে এসেছে। 2018 সালের শেষ কোয়াটারে কোম্পানি 65% নেট প্রফিট বেড়েছে আর তা বেড়ে 831কোটি টাকা হয়েছে। আর কোম্পানির প্রফিট ধিরে ধিরে বাড়ছে। 2017 সালে কোম্পানি ডিসেম্বরের কোয়াটারে 618 কোটি টাকার প্রফিট করেছিল। আর এবার কোম্পানি প্রত্যকে ইউজার্সদের রেভেনিউয়ের কথা যদি বলি তবে তাও কম না। 2017 সালের ডিসেম্বর মাসে কোম্পানির কাস্টমার বেস ছিল 16 কোটি আর এবার 2018 সালের ডিসেম্বর মাসে সেই সংখ্যা বেড়ে 28 কোটিতে পরিণত হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মুকেশ আম্বানি বলেছেন যে “Reliance Jio পড়িবার এবার 28 কোটির বেশি ইউজার্স করতে পেরেছে। আর আমরা আশা করব যে আগামী দিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবেন। আর নিজদের গ্রাহকদের আরও কম দামের হাই কোয়ালিটির ডাটা অফার করতে থাকব”।

Reliance Jio অপারেটিং রেভেনিউয়ের বিষয়ে আমরা যদি কথা বলি তবে 2018 সালের ডিসেম্বরের কোয়াটারে এটি 50.9% বেড়েছে আর 10,383 হেয়ছে। আর 2017 সালের পরিসংখ্যান আমরা যদি দেখি তবে তা প্রায় 6,879 কোটি টাকা ছিল। নভেম্বর মাসে জিওর গড় ডাউনলোড স্পিড ছিল 20.3Mbps। আর সম্প্রতি TRAI এও বলেছে যে অন্য টেলিকম কোম্পানির তুলনায় রিলায়েন্স জিওর ডাউনলোড স্পিড বেশি ভাল।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo