HIGHLIGHTS
Dish TV 30 দিনের ফ্রি সাবস্ক্রিপশান পাওয়ার জন্য ইউজার্সদের 11 মাসের বা তার বেশি সময়ের প্ল্যান বাছতে হবে
Dish TV তাদের ইউজার্সদের জন্য 30 দিনের ফ্রি সাবস্ক্রিপশান দিচ্ছে। TRAI য়ের নতুন কেবেল টিভি নিয়ম আশার পরে ইউজারদের নতুন প্ল্যান বাছতে হবে।
Surveyএই 30 দিনের ফ্রি সাবস্ক্রিপশান পাওয়ার জন্য ইউজার্সদের Dish TV র 11 মাসের লং টার্ম প্ল্যান বাছতে হবে। আর এই ফ্রি সাবস্ক্রিপশান অফার কোম্পানির প্রোমোশানাল প্ল্যানের অংশ। আর কোম্পানি এই অফারে তিন মাসের প্ল্যান বাছলে 7 দিনের ফ্রি সাবস্ক্রিপশান পাওয়া যাবে।
6 মাসের প্ল্যান বাছলে 15 দিনের ফ্রি সাবস্ক্রিপশান পাওয়া যাবে।
আর যদি 11 মাসের বা তার বেশি প্ল্যান বাছতে হয় তবে 30 দিনের ফ্রি সাবস্ক্রিপশান পাওয়া যাবে।
11 মাসের প্ল্যান বাছলে ইউজাররা কোম্পানির তরফে টেকনিশিয়ানটয়ের একটি ফ্রি ভিজিট পাবেন আর সঙ্গে 7-30 দিনের সাবস্ক্রিপশান অফার শুধু DTH প্যাক আর প্ল্যানে পাওয়া যাবে।
Dish TV এর আগে লং টার্ম প্ল্যান বন্ধ করেছিল আর এবার আরও একবার লং টার্ম প্যাক নিয়ে এসেছে। আর এর পরে এই ফ্রি সাবস্ক্রিপশান অফার শুধু নতুন প্ল্যান বাছলে পাওয়া যাবে আর কোন ইউজার এর আগে লং টার্ম প্ল্যান ব্যাবহার করলে তারা এই অফার পাবেন না।
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।