এবার এয়ারটেলের এই নতুন প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে অনেক অনেক ডাটাও পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এয়রটেল তাদের নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে, এই প্ল্যানটির দাম 219 টাকা আর এর সঙ্গে আপনারা আনলিমিটেড 39.2GB ডাটার সুযোগ ও পাবেন

এবার এয়ারটেলের এই নতুন প্রিপেড প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সঙ্গে অনেক অনেক ডাটাও পাওয়া যাচ্ছে

আরও একবার একটি নতুন প্ল্যান নিয়ে হাজির হল ভারতের অন্যতম বড় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল। এয়ারটেলের এই প্ল্যানটির দাম 219টাকা। এই প্ল্যানে আপনারা 199টাকার প্ল্যানের মতন সব সুবিধাই পাবেন। তবে একটা জিনিস আলাদা এই যে এই প্ল্যানে আনলিমিটেড হ্যালো  টিউন্স পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা আজকে এখানে এয়ারটেলের নতুন 219টাকা দামের প্ল্যানের কথা বলছি। এই নতুন প্ল্যানটি তারা লঞ্চ করেছে। তবে এই প্ল্যানে আপনারা সে সব সুবিধা পাবেন যা আপনারা 199টাকা দামের প্ল্যানে পেয়ে থাকেনব। তবে নতুন প্ল্যানে আপনারা একটি প্যাক পাচ্ছেন যাতে আপনারা নিজেদের পছন্দের হ্যালো টিউন নিতে পারবেন।

আপনার স্মার্টফোনকে সবসময়ে সচল রাখার জন্য এই পাওয়ারব্যাঙ্ক গুলি আপনাকে সাহায্য করবে, Paytm মলে এই পাওয়ারব্যাঙ্ক গুলি ডিস্কাউন্টের সঙ্গে পাওয়া যাচ্ছে

আর এছাড়া আমরা যদি এই নতুন প্ল্যানটির বিষয়ে আরও ডিটেলে কথা বলি তবে এই প্ল্যানের ডিটেলস জানা যাবে। তবে আসুন আমরা দেখে নি যে এই প্ল্যানে ঠিক কী কী পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটিতে আপনারা প্রতিদিন 1.4GB  ডাটা পাবেন আর সব মিলিয়ে মোট 39.2GBডাটা পাওয়া যাচ্ছে। আর এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ। আর এছাড়া এই প্ল্যানে আপনারা প্রতদিন 100টিSMS পাবেন, আর এয়ারটেল হ্যালো টিউনের সাবস্ক্রিপশানও আপনারা 28দিনের জন্য পাবেন।

আর এবার আমরা আপনাদের জানিয়ে রাখি যে আপনারা হ্যালো টিউনের জন্য আলদা একটি প্ল্যান পাবেন, সেই প্ল্যানে কোম্পানির কাছে আছে। এরকমের দুটি প্ল্যান আছে যা হল 36টাকার প্ল্যান আর 146টাকার প্ল্যান। 36টাকার প্ল্যানে আপনারা 28দিনের বৈধতা পাবেন। আর সেখানে 146টাকার প্ল্যানে 180দিনের বৈধতা পাওয়া যাচ্ছে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

আর এবার কোম্পানি হ্যালো টিউনের সঙ্গে নিজেদের অন্য সুবিধাও একই প্ল্যানে দেওয়ার দিকে এগিয়েছে। আর এই প্ল্যানটি তাদের জন্য ভাল যারা নিজেদের হ্যালো টিউন প্রায়ই বদলায়।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo