Jio vs Airtel free JioHotstar plans Price validity
টেলিকম সেক্টারে Jio এবং Airtel ভারতের দুটি বড় বড় কোম্পানি। দেশে কোটি কোটি গ্রাহক জিও এয়ারটেল এর সিম ব্যবহার করে। আমরা এই খবরে দুটি কোম্পানির সবচেয়ে সস্তা এমন রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এতে গ্রাহকরা প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে গ্রাহকরা নিজেই নিশ্চিত করতে পারবেন যে কোন রিচার্জ প্ল্যানটি সস্তা এবং সেরা বিকল্প হতে পারে।
জিও এর সবচেয়ে সস্তা প্রতিদিন 2.5 জিবি ডেটা সহ রিচার্জ প্ল্যান আপনি 399 টাকায় কিনতে পারবেন। পাশাপাশি, এয়ারটেল এর সবচেয়ে সস্তা প্রতিদিনের 2.5 জিবি ডেটা রিচার্জ প্ল্যানের দাম 409 টাকায় কেনা যাবে। দুটি প্ল্যানে মাত্র 10 টাকার পার্থক্য। আসুন জেনে নেওয়া যাক দুটি প্ল্যানের সুবিধা কী।
জিও এর 399 টাকার রিচার্জ প্ল্যানে পুরো 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। 28 দিনের ভ্যালিডিটি সহ এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS ফ্রি সুবিধা দেওয়া হবে। এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পাওয়া যাবে। এছাড়া প্ল্যানে জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড ফ্রি এক্সেসও রয়েছে।
এয়ারটেল এর 409 টাকার প্ল্যান পুরো 28 দিনের ভ্যালিডিটি অফার করে। 28 দিনের এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং 100 SMS ফ্রি দেওয়া হয়। সাথে থাকছে প্রতিদিন 2.5 জিবি ডেটা সুবিধা। এই প্ল্যানে আনলিমিটেড 5জি ডেটা সুবিধাও পাওয়া যাবে। এয়ারটেল এই প্ল্যানে গ্রাহকদের Airtel Xstream Play এর ফ্রি এক্সেস দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভারতে 15 হাজার টাকার কম দামে আসবে Vivo T4x 5G, জানুন কবে হবে লঞ্চ