মাত্র 300 টাকার এই প্ল্যান গুলিতে প্রতিদিন 2GB ডাটা পান..

HIGHLIGHTS

রিলায়েন্স জিও, এয়ারটেল আর ভোডাফোনের এই 300 টাকার প্ল্যান গুলিতে প্রতিদিন 2GB ডাটা অফার করা হয়

মাত্র 300 টাকার এই প্ল্যান গুলিতে প্রতিদিন 2GB ডাটা পান..

টেলিকম অপারেটাররা মানে রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন ইত্যাদি কোম্পানি নিজেদের গ্রাহকদের একের পর এক ভাল সুবিধা দিচ্ছে। আর এর মধ্যে কোম্পানি গুলি এমন প্ল্যান নিয়ে আসে যা বেশি ডাটা অফার করে। আর আজকে আমরা রিলায়েন্স জিও, এয়ারটেল আর ভোডাফোনের এমন কিছু প্ল্যানের বিষয়ে বলব যা 300 টাকার মধ্যে প্রতিদিন 2GB ডাটা অফার করে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিলায়েন্স জিও 198 টাকার প্ল্যান

জিওর এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড কল, প্রিতিদিন 100 টি SMS আর প্রতিদিন 2GB ডাটা পাচ্ছেন আর এর সঙ্গে থাকছে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশান। আর এই প্ল্যানের বৈধতা 28 দিনের আর এতে মোট 56GB ডাটা পাওয়া যাচ্ছে।

এয়ারটেলের 249 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে ইউজার্সরা 28 দিনের বৈধতা দিচ্ছে আর ইউজার্সরা প্রতিদিন 2GB ডাটা, প্রতিদিন 100 টি SMS য়ের সুবিধা পাচ্ছে আর এই প্ল্যানে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাচ্ছে।

ভোডাফোনের 255 টাকার প্ল্যান

ভোডাফোনের এই 255 টাকার প্ল্যানে আপনারা প্রতিদিন 2GB ডাটা পাচ্ছেন। আর এর সঙ্গে এই প্ল্যানে ইউজার্সরা আনলিমিটেড কলের সঙ্গে প্রতিদিন 100 টি SMS দেওয়া হচ্ছে আর সঙ্গে ভোডাফোন প্লের ফ্রি সাবস্ক্রিপশান আছে। আর কোম্পানির এই প্ল্যানের বৈধতা 28 দিনের।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo