Jio 899 Prepaid plan offers 200GB data Unlimited call for 90 days
ভারতীয় টেলিকম সেক্টারে Reliance Jio সবচেয়ে বড় কোম্পানি। রিলায়েন্স জিও তার গ্রাহকদের বিভিন্ন বাজেটে আলাদা আলাদা ক্যাটাগরিতে রিচার্জ প্ল্যান রয়েছে। জিও সম্প্রতি নতুন বছরের উপলক্ষে 2025 টাকার নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে জিওর কাছে দীর্ঘ ভ্যালিডিটির আরও রিচার্জ প্ল্যান রয়েছে। আপনি যদি 200 দিনের রিচার্জ প্ল্যানটি কিনতে না চান তবে আরও সস্তা দামের প্রিপেইড অপশন আছে।
আপনি যদি দীর্ঘ ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এখানে আমরা একটি বিকল্প বলবো। এই জিও রিচার্জ প্ল্যানে গ্রাহকরা বেশি ভ্যালিডিটির সাথে অতিরিক্ত ডেটা সুবিধাও পাবেন।
আরও পড়ুন: 18 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে Realme 14x 5G, IP69 রেটিং সহ প্রথম বাজেট ফোন
জিওর যেই রিচার্জ প্ল্যানের কথা আমরা বলছি সেটি হল 899 টাকার। কোম্পানি সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান যা 1000 টাকার কম দামে বেশি দিনের ভ্যালিডিটি অফার করে। জিওর এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পুরো 90 দিনের ভ্যালিডিটি পাবেন। যার মানে আপনি 3 মাস পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি পেয়ে যাবেন।
গ্রাহকরা এই প্ল্যানের সাথে 90 দিনের জন্য সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধা।
ডেটার ক্ষেত্রে এতে জিও প্রতিদিন 2 জিবি ডেটা অফার করছে। আপনি 90 দিনের জন্য মোট 180 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, জিও গ্রাহকরা 180 জিবি অতিরিক্ত ডেটা সহ অতিরিক্ত 20 জিবি ডেটা পাচ্ছেন। এর সাথে জিও টিভি এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা এবং 12GB RAM সহ Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এত সস্তায়