Jio সেলিব্রেশন প্ল্যান লঞ্চ, মাত্র 349 টাকায় আনলিমিটেড 5G ডেটা, প্রতিদিন 2 জিবি ডেটা, ফ্রি জিওহটস্টার সাবস্ক্রিপশন সহ একগুচ্ছ অফার

Updated on 04-Sep-2025

টেলিকম কোম্পানি Jio তার 9তম বার্ষিকীতে দুর্দান্ত অফারের ঘোষণা করেছে। এই উপলক্ষে জিও তার গ্রাহকদের জন্য 349 টাকার সেলিব্রেশন প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানের সাথে জিও একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে। জিও প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা, ডিজিটাল গোল্ড, OTT সাবস্ক্রিপশন এবং শপিং ভাউচার অফার করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক জিও 349 টাকার প্ল্যানে আর কী কী সুবিধা থাকবে।

Jio 349 Celebration Plan কবে থেকে কবে পর্যন্ত পাওয়া যাবে

জিও ৩৪৯ টাকার প্ল্যান সেই গ্রাহকদের জন্য চালু করা হয়েছে যারা 349 টাকা বা তার চেয়ে বেশি টাকার প্ল্যান ব্যবহার করেন। এই অফার 5 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে।

আরও পড়ুন: পুজোর আগেই ধুমধুমার অফার! 6000 টাকা কম দামে বাড়ি নিয়ে আসুন সেরা Smart TV

জিও ৩৪৯ টাকার প্ল্যানে কী সুবিধা থাকবে

আনলিমিটেড 5G ডেটা: এই অফারের আওতায় গ্রাহকরা প্রতিদিন লিমিট ছাড়া আনলিমিটেড ৫জি ডেটা পাওয়া যাবে। ওটিটি স্ট্রিমিং, গেমিং, অনলাইনে কোনো কাজের জন্য এটি সেরা।

Jio’s 9th Anniversary Offers

Jio Gold: জিও ফাইনেন্সের এর মাধ্যমে গোল্ডে 2 শতাংশ পর্যন্ত অতিরিক্ত ডিজিটাল গোল্ড পাওয়া যাবে। এই প্ল্যান গ্রাহকদের সেভিং এবং ইনভেস্টমেন্ট দুটি সুবিধা দেয়।

3000 টাকার ভাউচার: এই প্ল্যানে গ্রাহকদের 3000 টাকা পর্যন্ত সেলিব্রেশন ভাউচার দেওয়া হয়। এতে Hotstar, JioSaavan Pro, Zomato Gold, Netmeds, AJIO এবং EaseMytrip মতো সুবিধা রয়েছে।

OTT সুবিধা: জিও হটস্টার এবং জিও সাভন প্রো এর 1 মাসের সাবস্ক্রিপশন, জোমেটো গোল্ড এর 3 মাসের এং Netmeds First এর 6 মাসের সাবস্ক্রিপশন এতে রয়েছে।

জিওহোম এর ট্রায়ল: কোম্পনি এই প্ল্যানের সাথে জিও হোম এর তিন মাসের ট্রায়ল গ্রাহকদের দেবে। এতে 1000 এর বেশি চ্যানেল, হাই স্পিড ব্রডব্যান্ড এবং 12টির বেশি OTT সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে।

Jio বার্ষিকী উইকেন্ড অফার

বার্ষিকী সপ্তাহান্তের অফার সম্পর্কে বলতে গেলে, কোম্পানি 5 সেপ্টেম্বর থেকে 7 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার, শনিবার এবং রবিবারের মধ্যে সমস্ত 5G স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আনলিমিটেড 5G ডেটা অফার করছে। একই সাথে, 4G স্মার্টফোন ব্যবহারকারীরা বিনামূল্যে আনলিমিটেড 4G ডেটা অ্যাক্সেস পাবেন।

একমাসের রিচার্জ বিনামূল্যে

বার্ষিকী অফার হিসেবে জিও পুরো একবছর Anniversary Year Surprise Offer ও চালু করেছে। এই অফারের বিশেষত্ব হল যে যদি কোনো গ্রাহক ক্রমাগত 12 মাস পর্যন্ত একই সময়ে 349 টাকা বা তার উপরের রিচার্জ করেন তবে সে 13 মাসের রিচার্জটি একদম বিনামূল্যে পাবেন। যার মানে 13 মাসে গ্রাহকদের কোনো রিচার্জ ছাড়াই ডেটা, কলিং এবং ওটিটি সুবিধা দেওয়া হবে।

আরও পড়ুন: লঞ্চ দাম থেকে 9000 টাকা সস্তা হল ফুল ওয়াটাপ্রুফ Motorola স্মার্টফোন, রয়েছে 125W চার্জিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :