Jio এর গ্রাহকদের সারপ্রাইজ অফার, একদম বিনামূল্যে পাওয়া যাচ্ছে JioHotstar Premium সাবস্ক্রিপশন

Updated on 18-Dec-2025

Jio সম্প্রতি নতুন বছর 2026 সালের আগেই তিনটি নতুন সস্তা দামের রিচার্জ প্ল্যান চালু করেছে, যা Happy New Year 2026 এর নামে আনা হয়েছে। চুপিসারে কোম্পানি একটি নতুন প্রমোশনাল অফার দিচ্ছে গ্রাহকদের, যার আওতায় কিছু গ্রাহকদের তিন মাসের JioHotstar প্রিমিয়াম একদম বিনামূল্যে দেওয়া হচ্ছে। এই অফারের বিশেষত্ব হল যে এটি কোনো টাকা খরচ ছাড়াই পাওয়া যাবে। না কোনো রেজিস্ট্রেশন বা না কোনো টাকা। এই সুবিধা গ্রাহকদের অ্যাকাউন্টে এক্টিভ হয় যায়।

এখন পর্যন্ত জিও গ্রাহকরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছে যে গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে জিওহটস্টার লগইন করার সাথেই তার অ্যাকাউন্টে নিজে থেকেই প্রিমিয়ামে আপগ্রেড হয় গেছে। তবে কিছু গ্রাহকদের মোবাইল ফোনে ফ্রি জিওহটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাওয়ার মেসেজে পাঠানো হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই অফারে বিষয় বিস্তারিতভাবে।

আরও পড়ুন: OnePlus 15R vs OnePlus 13R: 7400mAh ব্যাটারি সহ নতুন ওয়ানপ্লাস পুরনো মডেল থেকে কতটা আলাদা, দেখে নিন দাম থেকে স্পেক্স তুলনা

কী এই JioHotstar Premium অফার

আসলে এই লিমিটেড-টাইম অফার এর আওতায় জিও কিছু গ্রাহকদের তিন মাসের জিওহটস্টার প্রিমিয়াম এর ফ্রি এক্সেস দিচ্ছে। এই অফার চলাকালীন গ্রাহকদের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সমস্ত কিছু সুবিধা দেওয়া হচ্ছে। এতে কিছু সাপোর্টেড কন্টেন্টে এড-ফ্রি স্ট্রিমিং, ইন্টারনেশনাল সিনেমা, টিভি শো, হাই-ডেফিনেশন সিনেমা, লাইভ স্পোর্টস এর সাথে ভাল ভিডিও এবং অডিও কোয়ালিটি পাওয়া যাবে।

জিও এর এই রিচার্জ প্ল্যানগুলিতেও পাওয়া যাবে জিওহটস্টার ফ্রি

আপনিও যদি বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশন না পেয়ে থাকেন, তাহলেও আপনি কিছু রিচার্জ প্ল্যানের সাথে এটি পেতে পারেন। জিও কিছু প্রিপেইড প্ল্যানের সাথেও বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশনও অফার করে। কোম্পানি 949 টাকার প্রিপেইড প্ল্যানে 90 দিনের এবং 1029 টাকার প্ল্যানেও তিন মাসের, 3599 টাকার প্ল্যানেও তিন মাসের এবং 3999 টাকার প্ল্যানেও পুরো এক বছরের জিওহটস্টারের সাবস্ক্রিপশন দিচ্ছে।

আরও পড়ুন: 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি সহ আগামী মাসে আসছে Realme এর সস্তা ক্যামেরা স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :