jio plans
টেলিকম অপারেটার Reliance Jio এর তরফে আলাদা-আলাদা দামের একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে। কোম্পানি এতে কিছু রিচার্জ প্ল্যানে Unlimited 5G ডেটাও অফার করছে। আপনি যদি আনলিমিটেড 5জি ডেটা সহ প্রিপেইড প্ল্যান রিচার্জ না করে থাকেন তবে আপনি ট্রু আনলিমিটেড সহ রিচার্জ কিনতে পারেন। এই ডেটা প্ল্যানগুলির দাম 51 টাকা থেকে শুরু হয়।
কোম্পানি তিনটি আনলিমিটেড আপগ্রেড প্ল্যান অফার করে এবং তাদের ভ্যালিডিটি গ্রাহকদের এক্টিভ রিচার্জ প্ল্যানের মতোই হবে। যার মানে সহজ ভাষায় আগামী 84 দিনের জন্য ভ্যালিড রয়েছে, তবে আপগ্রেড প্ল্যান রিচার্জ করলে সেই ভ্যালিডিটির জন্য আনলিমিটেড 5জি ডেটা পাওয়া যাবে। এছাড়া এই প্ল্যান 4জি গ্রাহকদের অতিরিক্ত ডেটা অফার করছে এবং ডেটা বুস্টার হিসেবে কাজ করবে। আসুন জেনে নেওয়া যাক ডেটা বুস্টার এর লিস্ট।
আরও পড়ুন: 2500 টাকা সস্তায় বিক্রি হচ্ছে নতুন Realme 5G ফোন, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
এক্টিভ প্ল্যানের ভ্যালিডিটি অফার করে এই রিচার্জ প্ল্যান। 51 টাকার রিচার্জ প্ল্যানে 4জি গ্রাহকরা 3 জিবি অতিরিক্ত ডেটা পাবেন। এছড়া যাদের এলাকায় 5G নেটওয়ার্ক বা 5জি ডিভাইস রয়েছে তারা 5জি ডেটা সুবিধা পাবেন।
প্ল্যান থেকে রিচার্জ করালে 4জি সাবস্ক্রাইবারদের 6 জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের ভ্যালিডিটিও একই এক্টিভ প্ল্যানের মতোই পাওয়া যাবে। এছাড়া এতেও রয়েছে আনলিমিটেড 5জি ডেটাও।
সবচেয়ে দামি এই আপগ্রেড প্ল্যান 151 টাকার আসে। এই রিচার্জেও আনলিমিটেড 5জি ডেটা সহ এক্টিভ প্ল্যানের ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়া এতে 4জি গ্রাহকরা 9 জিবি ডেটা দেওয়া হবে।
আরও পড়ুন: Vivo X200 Series ফোনের ভারতে সেল শুরু, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন কী