এবার জিও দেবে কম করে 1.5GB ডাটা, এল জিওর ‘রিপাব্লিক ডে অফার’

HIGHLIGHTS

নিউ ইয়ার অফারের পরে এবার জিও নিয়ে এল নতুন রিপাব্লিক ডে অফার। এই অফারটি জিওর প্রাইমমেম্বারদের জন্য দেওয়া হচ্ছে।

এবার জিও দেবে কম করে 1.5GB ডাটা, এল জিওর ‘রিপাব্লিক ডে অফার’

এই প্ল্যানে জিওর প্রাইম মেম্বাররা আনলিমিটেড লোকাল এসটিডি কল আর ফ্রি এসএমএসের সুবিধা পাবে। এর মধ্যে প্রতিদিন  100টি লোকাল আর এসটিডি এসএমএসের সুবিধা আছে। রিপাব্লিক ডে অফারে সমস্ত প্রতিদিনের 1GB ডাটা প্ল্যান 1.5GB প্রতিদিনে আর 1.5GB প্রতিদিনের ডাটা প্ল্যান প্রতিদিন 2GBতে আপগ্রেটেড হয়ে যাবে। আর এই আপগ্রেডেশেন নিজে থেকেই হবে।  আজকের Amazon গ্রেট ইন্ডিয়ান সেলের শেষ দিনে এই স্মার্টফোন গুলির ওপর বিশেষ ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এছাড়া কোম্পানি 98 টাকার একটি প্ল্যান নিয়ে এসেছে, এই প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাবে আর এটি 28 দিনের জন্য বৈধ হবে। আর গ্রাহকরা এই প্ল্যানে ভবিষ্যতের আরও বেনিফিট অফার আপগ্রেড হলে তাও পাবে।

এছাড়া এই রিপাব্লিক ডে অফারে আরও আটটি প্ল্যান নিয়ে এসেছে জিও। প্রথম চারটি প্ল্যান হল এরকম- জিও এতে 50 শতাংশের অতিরিক্ত ডাটা অফার করছে। আর এর জন্য নতুন নুন্যতম 50 টাকার রিচার্জ করতে হবে। এই প্ল্যান গুলি শুরু হচ্ছে 149 টাকা, 349 টাকা, 399টাকা ও 449টাকার। যথাক্রমে এই প্যাক গুলি ভায়লিড হবে 28দিন, 70দিন, 84 দিন ও 91 দিনের জন্য। আর ইউজার্সরা প্রতিদিনের 1.5GB ডাটা লিমিট পাচ্ছে।

এবার আমরা জিওর বাকি চারটি প্ল্যান কেমন তা দেখে নি। এই প্ল্যান গুলিতে প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাবে। আর এর জন্য গ্রহাকদের যথাক্রমে 198 টাকা, 398টাকা, 448টাকা ও 498 টাকা দিয়ে রিচার্জ করাতে হবে। আর এই প্ল্যান গুলি যথাক্রমে 28দিন, 70দিন, 84 দিন ও 91 দিনের জন্য বৈধ হবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo