Jio unlimited calling plan: 3 মাস পর্যন্ত বারবার রিচার্জ থেকে মুক্তি! মনখুলে করুন আনলিমিটেড কলিং

Updated on 17-Sep-2025

টেলিকম কোম্পানি Jio তার গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের রিচার্জ প্ল্যান অফার করে। এতে বেশি ডেটা থেকে কম ডেটা পর্যন্ত, মাসিক থেকে বার্ষিক রিচার্জ প্ল্যান রয়েছে। আবার অনেক গ্রাহকরা রয়েছে যাদের ডেটা প্রয়োজন হয় না, তারা শুধু মাত্র কলিং সুবিধা সহ রিচার্জ প্ল্যান চান। সেই কথা ভেবেই জিও অনলি ভয়েস প্ল্যানও চালু করে কিছু সময় আগে। আমরা এই খবরে জিও এমনই একটি প্ল্যানের বিষয় বলবো। তবে আসুন জিও এর এই প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

448 টাকায় Jio এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান

জিও 500 টাকার কম দামে 3 মাসের ভ্যালিডিটি অফার করছে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য ভয়েস অনলি প্ল্যান নিয়ে এসেছে। এই রিচার্জ প্ল্যানের দাম 448 টাকা।

আরও পড়ুন: Nothing, POCO এবং CMF স্মার্টফোনে Flipkart BBD সেলে দেদার ছাড়

Jio cheapest 84 days unlimited calling recharge plan under rs 450

এতে গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড কলিং এবং 1000 SMS পাঠানোর সুবিধা পাবেন। এতে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে বলে দি যে যেহেতু এটি ভয়েস অনলি প্ল্যান সেই জন্য এতে কোনো ডেটা সুবিধা পাওয়া যাবে না।

আপনার যদি ডেটার প্রয়োজন হয় তবে আপনার আলাদা করে ডেটা রিচার্দ করাতে হবে। তবে জিও ভয়েস অনলি প্ল্যানের সাথে জিও টিভি এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করছে। এই প্ল্যানের সাথে জিও AI ক্লাউড এর ফ্রি এক্সেস পেতে পারেন। এয়ারটেল এক কাছেও এমন একটি ভয়েস অনলি প্ল্যান রয়েছে।

Airtel 449 টাকার প্ল্যান

বলে দি যে এয়ারটেল এর এই প্ল্যান অনলি কলিং রিচার্জ নয়। এতে কলিং, এসএমএস সুবিধা সহ ডেটা সুবিধাও পাওয়া যাবে। এই প্ল্যানে আপনি 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথ এতে প্রতিদিন 4 জিবি ডেটাও অফার করা হচ্ছে।

এয়ারটেল প্ল্যানের অন্যান্য সুবিধাগুলির মধ্যে রয়েছে Google One এর মাধ্যমে 30GB ক্লাউড স্টোরেজ। এই এয়ারটেল প্ল্যানে JioHotstar-এর 28 দিনের সাবস্ক্রিপশনও রয়েছে। এছাড়াও, এই প্ল্যানে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে প্রিমিয়াম এবং 22টি অন্যান্য OTT প্ল্যাটফর্মের অ্যাক্সেসও রয়েছে। অ্যাপল মিউজিকও পাওয়া যাবে।

আরও পড়ুন: Vivo V60e 5G ফোনের ডিজাইন, দাম, স্পেসিফিকেশন সহ লঞ্চ টাইমলাইন লিক

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :