Jio Airtel Vodafone Idea recharge plan Rs 299 offer Unlimited calls and daily Data for 28 days
আপনি যদি কম খরচে বেশি সুবিধা রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে Jio, Airtel, Vodafone Idea (Vi) এর 300 টাকার কম দামে একটি ভাল বিকল্প হতে পারে। এখানে আমরা রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এর 299 টাকার প্ল্যানের তুলনা করবো। তিনটি কোম্পানি গ্রাহকদের প্রয়োজন হিসেবে একই দামে আলাদা-আলাদা সুবিধা দেয়। আসুন জেনে নেওয়া যাক কোন কোম্পানির প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে।
Jio 299 টাকার রিচার্জ প্ল্যান
জিও এর 299 টাকা রিচার্জ গ্রাহকরা প্রতিদিন ইন্টারনেট এবং কলিং দুটি একগুচ্ছ দেওয়া হয়। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা দেওয়া হয়। যার মানে পুরো রিচার্জে মোট 56GB ডেটা পাওয়া যাবে। এর সাথে জিও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা থাকবে। পাশাপাশি থাকবে 100 SMS সুবিধা। এছাড়া এই প্ল্যানে জিও এর ফ্রি অ্যাপস যেমন JioTV, JioCinema এবং JioCloud এর এক্সেসও পাওয়া যাবে।
এয়ারটেল এর 299 টাকার রিচার্জ প্ল্যানেও 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে পুরো ভ্যালিডিটিতে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হয়। সাথে থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা। প্রতিদিন 100 SMS ও এই প্ল্যানে অফার করে কোম্পানি। এয়ারটেল এর বিশেষত্ব হল যে এতে Apollo 24/7 এর ফ্রি সুবিধা, এয়ারটেল এক্সট্রিম মতো সুবিধাও দেওয়া হয়।
Vodafone Idea এর 299 টাকার রিচার্জ প্ল্যান
ভোডাফোন আইডিয়া এর 299 টাকার রিচার্জ প্ল্যানেও 28 দিনের ভ্যালিডিটি থাকছে। এতে প্রতিদিন 2GB ডেটা থাকছে, যা মোট 56GB ইন্টারনেট ডেটা হবে। এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে কলিং সুবিধা পাওয়া যায়। সাথে থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা।
এই রিচার্জ প্ল্যানের বিশেষত্ব হল যে এতে উইকেন্ড ডেটা রোলওভার এবং রাতে অতিরিক্ত ডেটা মতো সুবিধা দেওয়া হয়। এছাড়া Vi Movies & TV অ্যাপের এক্সেসও পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.