Jio Airtel Vodafone idea Vi may increase mobile recharge plan price
ভারতীয় টেলিকম মার্কেটে Jio, Airtel এবং Vodafone Idea কিছু এমন রিচার্জ প্ল্যান রয়েছে যা বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন অফার করে। গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী Amazon Prime Lite এর সাবস্ক্রিপশন নিতে পারে। এখানে আমরা জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এর সবচেয়ে সস্তা ফ্রি অ্যামাজন প্রাইম প্ল্যান কোন কোম্পানির।
রিলায়েন্স জিও এর ফ্রি অ্যামাজন প্রাইম লাইট সহ প্রিপেইড প্ল্যানের দাম 1029 টাকা। এই রিচার্জ প্ল্যানের সাথে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। পুরো ভ্যালিডিটিতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। গ্রাহকরা প্রতিদিন 100 SMS পাঠাতে পারবেন। সাথে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাবেন। এতে জিও টিভি এক্সেস পাওয়া যাবে।
আরও পড়ুন: 72 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, Jio এর সস্তা প্ল্যানে Airtel, BSNL এর মুখ বন্ধ
এয়ারটেল গ্রাহকরা 1199 টাকার রিচার্জ প্ল্যান ফ্রি অ্যামাজন প্রাইম লাইট সুবিধা পাবেন। এই সুবিধা 84 দিনের জন্য পাওয়া যাবে। এই রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে এতে 2.5 জিবি ডেটা প্রতিদিন দেওয়া হয়। গ্রাহকরা এতে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সহ 100 SMS প্রতিদিন পাবেন।
সাথে এয়ারটেল এক্সট্রিম প্লে প্রিমিয়াম এক্সেস পাওয়া যাবে। এতে 22টির বেশি OTT কন্টেন্ট দেখা যাবে।
সবচেয়ে সস্তা ফ্রি অ্যামাজন প্রাইম লাইট প্ল্যান ভোডাফোন এর তরফে দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানের দাম 996 টাকা। এটি 90 দিনের জন্য প্রাইম লাইট এর সুবিধা পাওয়া যাবে। এতে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন 2 জিবি দেওয়া হয়। সাথে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করা যাবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ নতুন Realme 5G ভারতে লঞ্চ, 20 হাজার টাকার কমে কী ফিচার রয়েছে জানুন
Note: Amazon Prime Member থাকাতে উপরে দেওয়া প্রোডাক্টে ফাস্ট ডেলিভারি পেতে পারেন। শুধু তাই নয়, Amazon Prime Membership এর একাধিক সুবিধা থাকে। এখানে ক্লিক করে আপনি Amazon Prime Membership সহজে নিতে পারেন।