TRAI এর তরফে টেলিকম অপারেটারদের কম দামের স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) প্ল্যান এবং সস্তা ভয়েস এবং SMS অনলি রিচার্জ আনার নির্দেশ দিয়েছিল। এই নির্দেশ অনুযায়ী সম্প্রতি Jio, Airtel এবং Vodafone Idea নতুন প্ল্যান লঞ্চ করেছিল। তবে, এখন এয়ারটেল-জিও তার রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সম্প্রতি ঘোষণা করেছিল যে তারা টেলিকম কোম্পানিরা নতুন প্ল্যানগুলি রিভিউ করতে হবে। এই নির্দেশের পর জিও-এয়ারটেলকে তাদের রিচার্জ প্ল্যানের দাম কমাতে হয়। এখন কোম্পানিদের নতুন প্ল্যানের দাম অনেকটা কম যা বিশেষকরে শুধু ভয়েস কলিং এবং SMS সুবিধা দেয়।
আরও পড়ুন: মাত্র 6999 টাকায় কিনুন 32 ইঞ্চি সহ Frameless Smart TV, লুফে নিন অফার
সম্প্রতি জিও 1958 টাকার প্ল্যান চালু করেছিল, যেখানে পুরো বছর 365 দিনের জন্য আনলিমিটেড কলিং এবং 3600 SMS দেওয়া হয়। ট্রাই এর নির্দেশের পর এই প্ল্যানের দাম কমিয়ে 1748 টাকা করে দেওয়া হয়েছে। তবে আগে পাওয়া সমস্ত সুবিধা এই রিচার্জেও পাওয়া যাবে। এতে আনলিমিটেড কলিং এবং 3600 SMS সুবিধা পাওয়া যাবে।
আরেকটি রিচার্জ প্ল্যান 458 টাকায় আনা হয়ছিল যা এখন দাম কমিয়ে 448 টাকা করে দেওয়া হয়েছে। একই ভাবে এই রিচার্জে কোম্পানি আনলিমিটেড কলিং এবং SMS সুবিধা দিচ্ছে।
জিও ছাড়া এয়ারটেল ও ভয়েস এবং কলিং রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে। কোম্পানি সম্প্রতি ভয়েস এবং এসএমএস অনলি রিচার্জ প্ল্যানও নিয়ে এসেছে। 84 দিনের রিচার্জ প্ল্যানের দাম 499 টাকা ছিল, তবে এখন এই প্ল্যানটি 30 টাকা কমিয়ে দিয়েছে এয়ারটেল।
প্ল্যানে আগের মতো আনলিমিটেড ভয়েস কলিং এবং 900 এসএমএস এর সুবিধা পাওয়া যাবে। এছাড়া এয়ারটেল রিওয়ার্ডের আওতায় 3 মাসের Apollo 24/7 সার্কেল মেম্বারশিপ এবং ফ্রি হেলো টিউন্স সাবস্ক্রিপশন ও পাওয়া যাবে।
একইভাবে বার্ষিক রিচার্জ প্ল্যান 1959 টাকা থেকে কমিয়ে 1849 করে দেওয়া হয়েছে। কোম্পানি এই রিচার্জে 365 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং SMS সুবিধা দিচ্ছে।
আরও পড়ুন: Jio এর আরেকটি বড় ঝটকা, চুপিসারে বন্ধ করে দিল সস্তার দুটি রিচার্জ প্ল্যান