Jio ধামাকা, Airtel এর তুলনায় অর্ধেক দামে দিচ্ছে ফ্রি Netflix, দুই বছর Amazon Prime এবং 100 জিবি ডেটা

Updated on 09-Sep-2025

Jio তার গ্রাহকদের একাধিক রিচার্জ প্ল্যানের লিস্ট অফার করে। জিও র কাছে এমন অনেক রিচার্জ প্ল্যান রয়েছে যা বাকি সংস্থা Airtel এবং Vodafone Idea এর তুলনায় অর্ধেক দামে কেনা যাবে। শুধু তাই নয়, কোম্পানি এতে কম দামে Netflix সাবস্ক্রিবশন সহ দুই বছর পর্য়ন্ত Amazon Prime Lite এর সাবস্ক্রিপশনও অফার করছে। আসুন জেনে নেওয়া যাক জিও এর এই রিচার্জ প্ল্যানের দাম কত এবং ওটিটি সহ আর কী সুবিধা পাওয়া যাবে।

Jio 749 টাকার রিচার্জ প্ল্যান

আমরা কথা বলছি জিও এর সবচেয়ে সস্তা পোস্টপেইড প্ল্যান 749 টাকার রিচার্জের বিষয়। এটি নেটফ্লিক্স এক্সেস সহ আসে। এতে 100GB ডেটা অফার করছে জিও। তবে এয়ারটেল এর চেয়ে দ্বিগুন দামে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন দিচ্ছে গ্রাহকদের।

আরও পড়ুন: Apple Event 2025: আজ লঞ্চ হবে iPhone 17 series স্মার্টফোন, সাথে থাকবে Apple watch 11 Airpods Pro 3, কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং জানুন

জিও ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

Jio Postpaid recharge plan

কোম্পানি এই প্ল্যানে ইন্টারনেট ব্যবহারের জন্য 100 জিবি ডেটা অফার করছে। প্ল্যানে তিনটি এড-অন-সিম অপশন পাওয়া যাবে। প্রতিটি অতিরিক্ত সিম গ্রাহকদের মাসে 150 টাকা দিতে হবে। অতিরিক্ত সিম গ্রাহকদের কোম্পানি দেবে প্রতি মাসে 5 জিবি ডেটা।

এছাড়া গ্রাহকদের এলাকায় 5G নেটওয়ার্ক সুবিধা থাকলে পেয়ে যাবেন আনলিমিটেড ৫জি ডেটা। প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা। এটি নেটফ্লিক্সের বেসিক ফ্রি এক্সেস সহ আসে।

শুধু তাই নয়, কোম্পানি এই প্ল্যানে দুই বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইট এর এক্সেস দিচ্ছে। বিশেষ জিনিষ হল যে কোম্পানি এই প্ল্যানের সাথে 9 বার্ষিক এনিভার্সারি সেলিব্রেশন অফার সুবিধা দেয়। এতে জিও ফাইনেন্স গ্রাহকদের জিও গোল্ডে 2 শতাংশ অতিরিক্ত সুবিধা দেবে। এছাড়া এতে জিও হটস্টার এর এক্সেস এবং দুই মাসের জিও হোম ফ্রি ট্রায়লও অফার করছে। এতে জিও এআই ক্লাউডে 50 জিবি স্টোরেজ দিচ্ছে।

Airtel 1399 টাকার রিচার্জ প্ল্যান

এবার যদি জিও এর প্ল্যানের তুলনা করলে, এয়ালটেল এর এই প্ল্যানটি একটি রেগুলার এবং তিনটি ফ্রি এড-অন-সিম সহ আসে। প্ল্যানে কোম্পানি প্রাইমারি এবং অতিরিক্ত সিম মিলিয়ে মোট 240 জিবি ডেটা অফার করছে। এই প্ল্যানটি ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং সহ আসে। এছাড়া থাকছে নেটফ্লিক্সের বেসিক সাবস্ক্রিপশন ফ্রি দিচ্ছে। সাথে এতে 6 মাসের অ্যামাজন প্রাইম এর এক্সেস পাওয়া যাবে।

এতে বিশেষ জিনিস হল যে এই প্ল্যানেও একবছরের জিওহটস্টার সাবস্ক্রিপশন দিচ্ছে। কোম্পানি এই প্ল্যানের সাথে Apple TV+ এবং Apple Music ও দিচ্ছে। এই সব সুবিধা সহ এই প্ল্যানে আপনি গুগল ওয়ান এ 100 জিবি ক্লাউড স্টোরেজ পাবেন।

আরও পড়ুন: 10 হাজার টাকার বেশি ছাড়ে কেনা যাচ্ছে কার্ভড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ Vivo 5G ফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :