Reliance Jio Unlimited Offer Extended till 25 may 2025 for free JioHotstar subscription
Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর নিয়ে এসেছে। কোম্পানি তার আনলিমিটেড অফারের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী কোম্পানি Unlimited JioHotstar অফার 30 এপ্রিল 2025 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে আগে এই অফারটি 31 মার্চ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সম্প্রতি কোম্পানি এই সুবিধা বাড়িয়ে 15 এপ্রিল পর্যন্ত করে দেয়।
জিও এর ওয়েবসাইটে নতুন আপডেট সহ এটি লিস্ট করা হয়েছে। যার হিসেবে অফারের ভ্যালিডিটি 30 এপ্রিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। আনলিমিটেড অফারে কোম্পানি 299 টাকা বা তার চেয়ে বেশি দামের রিচার্জ প্ল্যানে প্রতিদিন কম করে 1.5 জিবি ডেটা সহ জিওহটস্টার অফার করে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোনে 27 হাজার টাকারও বেশি ছাড়, ডিল দেখে কিনতে হুড়োহুড়ি
কোম্পানির এই প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ আসে। এতে কোম্পানি প্রতিদিন 1.5GB ডেটা অফার করছে। এছাড়া প্ল্যানে প্রতিদিন 100 SMS ফ্রি এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে। জিও প্ল্যানে জিওহটস্টারের ফ্রি এক্সেস থাকবে সাথে।
এই রিচার্জ প্ল্যানে 1 মাসের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে আপনি 1.5 জিবি ডেটা প্রতিদিন পাবেন। প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এই প্ল্যানের সাথেও জিও হটস্টার এর ফ্রি এক্সেস পাওয়া যাবে।
এতে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সাথে থাকবে প্রতিদিন 1.5 জিবি ডেটা। প্ল্যানে প্রতিদিন 100 SMS ফ্রি এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। সাথে থাকছে জিওহটস্টারের সাবস্ক্রিপশন।
350 টাকার কম দামের জিও এর এই প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড 5G ডেটাও থাকবে। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS ফ্রি। এই প্ল্যানেও জিও হটস্টার এর ফ্রি এক্সেসর দেওয়া হয়।
আরও পড়ুন: বিশাল 7300mAh ব্যাটারি এবং Snapdragon 7s Gen 3 চিপসেট সহ Vivo T4 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত