Vodafone International Roaming Plan: প্রিপেড ইউজার্সরা খুব কম দামে এই অফার দেওয়া হচ্ছে

HIGHLIGHTS

ভোডাফোন তাদের প্রিপেড ইউজার্সদের জন্য একটি সেরা অফার নিয়ে এসেছে, আপনাদের বলে রাখি যে কোম্পানি তাদের আন্তর্জাতিক রোমিং প্ল্যানের কথা জানিয়েছে এর প্রাথমিক দাম 695 টাকা আর এতে ইউজার্সরা আনলিমিটেড ডাটা আর কলিংয়ের সুবিধা পাচ্ছে

Vodafone International Roaming Plan: প্রিপেড ইউজার্সরা খুব কম দামে এই অফার দেওয়া হচ্ছে

হাইলাইট

  • এই প্ল্যানটি শুরু হচ্ছে 695 টাকা থেকে
  • এতে ইউজার্সরা আনলিমিটেড ডাটা আর কলিংয়ের সুবিধা দিচ্ছে
  • এই অফার 20টি দেশের জন্য পাওয়া যাচ্ছে

 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভোডাফোন তাদের ইউজার্সদের একটি ইউনিক i-RoamFree প্ল্যান নিয়ে এসেছে, আর এটি সেই সব ইউজার্সদের জন্য যারা বেশির ভাগ সময়ে বিদেশে যাতায়াত করেন। আর এই সময়ে তাদের কলিং আর ডাটা নিয়ে অনেক সমস্যায় ভুগতে হয়, তবে ভোডাফন এই সমস্যার সমাধান নিয়ে এসেছে। ভোডাফোন এই প্ল্যানের মাধ্যমে ইউজার্সদের প্রায় 20টি দেশে আনলিমিটেড ডাটা আর কলিং ভোডাফোনের তরফে পাবেন। তবে আপনাদের বলে রাখি যে আপনি যে দেশে আছেন তার ওপর বাকিটা নির্ভর করবে।

ভোডাফোনের 695 টাকার প্ল্যানে i-RoamFREE প্ল্যান

এই প্ল্যানটি এই পোর্টফোলিওর প্রথম প্ল্যান। এর দাম 695 টাকা আর এই প্ল্যানের বৈধতা মাত্র এক দিনের। আর এই প্ল্যানে আপনারা প্রায় 20টি দেশে 1GB ডাটা আর প্রায় 120মিনিটের কলিং আর SMS ফ্রি তে পাবেন।

2695 টাকার ভোডাফোনের i-RoamFREE প্ল্যান

আমরা যদি এই প্ল্যানের বিষয়ে বলি তবে এই প্ল্যানে আপনারা 4GB ডাআটা আর 120 মিনিটের কলিংয়ের সঙ্গে SMS ফ্রিতে পাবেন।

আর এছাড়া কোম্পানি 4695 টাকার আর 6995 টাকার প্ল্যান নিয়ে এসেছে যা যথাক্রমে 10GB আর 15GB ডাটা দেয় আর এর সঙ্গে কলিং আর SMS দেয় আর এটিও সেই সব 20 টি দেশে পাওয়া যাচ্ছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo